Pages

Saturday, July 4, 2009

দেশের টাকা দেশে রাখুন

আমরা অনেকেই বিদেশি দ্রব্যাদি ব্যবহার করিনা। বিদেশী কাপড় পড়ি না । এটা দেশাত্মবোধের একটা ভাল লক্ষণ । কিন্তু বর্তমানে আমাদের দেশের মধ্যে কিছু ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আছে যারা আমাদের মত দরিদ্র দেশ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে।মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু বিদেশী কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ।মোবাইল ফোনের কলরেট কমানোর জন্য অনেক পূর্বেই টেলিটক মোবাইল চালু হওয়ার প্রয়োজন থাকলেও আমাদের দেশপ্রেমিক কর্তা ব্যক্তিরা কমপক্ষে ৫ বছর পর এ ফোনটিকে বাজারে আসতে দিয়েছে।বর্তমানে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে ৬৬ পয়সা এটাই সর্বনিন্ম রেট। সবচেয়ে সাশ্রয়ী হল ল্যান্ড ফোনে কথা বলা,টেলিটক ব্যতীত অন্য মোবাইল হতে ল্যান্ডফোনে কথা বললে ল্যান্ডফোন রেট + মোবাইল কলপ্রতি বিল দিতে হয় আর টেলিটক শুধু ল্যান্ডফোনের বিল দিতে হয়। এছাড়া টেলিটকের আন-লিমিটেড ইন্টারনেট ৬৬৬ টাকা।ইন্টারনেটের গতি সব নেটওয়ার্ক থেকে বেশী ১১৫ কেবিপিএস খানে দেশের সর্ববৃহৎ কোম্পানি দিচ্ছে গড়ে ১৬ কেবিপিএস।কারণ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ ভাড়া নিয়ে অন্য অপারেটররা ব্যবসা করছে আর টেলিটক সাবমেরিন ক্যাবলের এর সাথে সরাসরি যুক্ত। দেশের বাইরেও এ মোবাইলে খরচ কম।এত সুবিধা থাকতে আমরা কেন বিদেশে টাকা দিব। কারণ অনেকে বলবেন,এদের নেটওয়ার্ক ভাল নয়। আগে খারাপ থাকলেও বর্তমানে ভাল। আমি গত তিন বছর ধরে ব্যবহার করে আসছি। কোন সমস্যা পাইনি।এ বছরের মধ্যে আরও ৭২৫টি বিটিএস বসালে এদের নেটওয়ার্ক অনেকের চেয়ে উন্নত হবে। টেলিটকের বিষয়ে আমরা অনেকেই অবগত নই কারণ কল সাশ্রয় এবং কম সংখ্যায় গ্রাহক থাকায় এদের বিঞ্জাপনের সংখ্যা কম। বাংলাদেশের একটা ল্যান্ড ফোন কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছিল রেংগস টেলে কথা বলুন, দেশের টাকা দেশে রাখুন । তখন ইষ্ট ইন্ডিয়া টাইপ কোম্পানী গুলি মামলা করে যে, আমরাও এদেশে ১৫% রেভিওনিউ দিচ্ছি তবে নেগেটিভ প্রচারণা কেন। আশ্চার্য জনকভাবে বিদেশীরা জয়ী হয় । আমাদের দেশের সরকার বর্তমানে সরকারী কর্মকর্তাদের মোবাইল বিল দিচ্ছে । এ বিলটি যদি টেলিটকে দেয়া হত তবে অনেক টাকা সাশ্রয় হত। তেমনি সরকারী ১২ লক্ষ কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সরকার বিশাল কর্পোরেট নেটওয়ার্ক গড়ে তুলতে পারে যেখানে দেশের বিপুল টাকা সাশ্রয় হবে। টেলিটকের পক্ষে কোন পত্রিকা বা ইলেক্ট্রনিক মিডিয়া কোন লেখা বা প্রচারণা করবে না কারণ এতে বিদেশিরা নাখোশ হবে। আমরা দেশপ্রেমিক নাগরিক হিসাবে বিষয়টি নিয়ে ভাবতে পারি। নিচে টেলিটকের লিংকটা দেয়া হল।

http://www.teletalk.com.bd/