Pages

Thursday, December 31, 2015

“বাংলাদেশ ডট গভ ডট বিডি” এক মোড়কে বাংলাদেশের তথ্য প্রবাহ


ইন্টারনেট ও ইমেইল ব্যাপক প্রর্বতনের পর থেকে আমরা ই গভর্নেস শব্দটির সাথে পরিচিত হই। পৃথিবীর উন্নত দেশগুলি ই গভর্নেসে ব্যাপকভাবে এগিয়ে গেলেও বাংলাদেশের অগ্রসর তেমনিভাবে হচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অনলাইন তথ্য প্রবাহের ব্যাপক বিস্তার ঘটেছে। ২০১৫ সালের শেষ প্রহরে যখন আমি লিখছি এ সময়কার সরকার ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলি চালু করে বাংলাদেশে অনলাইন তথ্য প্রবাহে ব্যাপক জাগরণ সৃষ্টি করেছে। পৃথিবীর উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে প্রকাশ পেয়েছে। কোন তথ্য জানার জন্য এখন আর গ্রামের মানুষকে শহরে আসতে হয় না আর শহরের মানুষকে আর গ্রামে যেতে হয় না। একবার আমার বড়ভাই একটা গুরুত্বপূর্ণ জমির কাগজ আমাকে দেখার জন্য কুমিল্লার গ্রাম থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চাইল। আমি বললাম গ্রামের বাজারের কম্পিউটার দোকানে যান। কাগজটি স্ক্যান করুন। ইমেইল করুন। যদিও এখন স্পাটর্ফোনে ছবি তুলে ভাইবারের মাধ্যমে পাঠানো যায়। সরকারী কোন ফরম সংগ্রহ করার জন্য টাকা খরচ করে অফিসে অফিসে ঘুরে অতিরিক্ত টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে হত। এখন ইউনিয়ন তথ্য কেন্দ্র বা যে কোন কম্পিউটার দোকান থেকে ফরম সংগ্রহ করা যায়। আমি ২০১৫ সালের নভেম্বর মাসে Bangladesh.gov.bd এই ওয়েব সাইটি নিয়ে সাত/আট দিনের একটা তথ্য জানার তল্লাশি অভিযান চালালাম। তথ্য তল্লাশি অভিযান শেষে আমি যার পর নাই মুগ্ধ। বাংলাদেশের প্রায় ছয় সহস্রাধিক ওয়েবসাইটে যেতে আমাদের মনে রাখতে হবে একটি ঠিকানা। আর তা হল বাংলাদেশ ডট গভ ডট বিডি। আমার গত কয়েকদিনে এমনভাবে ঠিকানাটি গেঁথে গেছে যা আমি সহজে ভুলব না। পৃথিবীর যে প্রান্তে থাকি হৃদয়ে আছে “Bangladesh.gov.bd”ওয়েব সাইটি। মজার ব্যাপার হল এই ঠিকানাটি মনে রাখলেই আপনার কাছে বাংলাদেশ সরকারের অনলাইনে দেয়া দেয়া আছে এরূপ কোন তথ্য বের করতে আর কোন সমস্যা থাকবে না। কোন না কোন লিংকে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন। এই বিশাল তথ্য ভাণ্ডার যেহেতু বাংলায় তাই গুগলে বাংলা ইউনিকোডে সার্চ দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ইনডেক্সটা সাজানো হয়েছে সাবলীল ভাবে এতে সহজেই কাঙ্ক্ষিত তথ্যে পৌঁছানো যায়। যেন আমার বাড়ী শশীদল ইউনিয়নে যেতে ড্রপ ডাউনে ফ্লো চার্ট হল:
চট্রগ্রাম>কুমিল্লা>ব্রাহ্মণপাড়া>শশীদল
এভাবে আমরা যে কোন ইউনিয়নের ওয়েবসাইটে যেতে পারি।
বাংলাদেশের যে কোন জিওগ্রাফিক এলাকার ওয়েব সাইট আমরা বাংলাদেশ ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে ড্রপ ডাউন মেনুর মাধ্যমে যেতে পারি।
বাংলাদেশের সমস্ত দপ্তর সমুহের ওয়েব সাইট সুন্দরভাবে ইনডেস্ক করা আছে। মন্ত্রণালয়েরও ওয়েবসাইটগুলি ক্রমান্বয়ে একটার পর একটা দেখা যাবে।
সরকারী সেবার মধ্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল তথ্য পাওয়া। এই তথ্য অত্যন্ত সহজে পাওয়ার ব্যবস্থা হয়েছে। এটা নাগরিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। ইগর্ভনেসের প্রাথমিক ধাপ অতিক্রমণে এটা অনেক অনেক কার্যকরী ভূমিকা রাখবে বলে ধারনা করা যায়। সেবা পাওয়ার বিষয়গুলিও আইকনের মাধ্যমে ওয়েবসাইটতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া সরকারী যে কোন ওয়েব সাইটে এই মূল ওয়েব সাইটি থেকে যাওয়া যাবে।
এই সাইটির অধীনে প্রায় সমস্ত ওয়েবসাইটগুলোই মোবাইল বান্ধব। সহজেই সমস্ত ওয়েবসাইট স্মার্টফোনে খোলা যায় ও দেখা যায়। তবে যেগুলো এখনো মোবাইল বান্ধব নয় তাও শীঘ্রই মোবাইল বান্ধব হয়ে যাবে।

বাংলাদেশের সরকারী ওয়েব সাইটের মধ্যে ফরমস ওয়েব সাইটটি বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে ফরম সংগ্রহ করা সরকারী সেবা প্রার্থী যে কারো জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে বেশীরভাগ ডিপার্টমেন্টে ই-টেন্ডারিং চালু হয়েছে।  এছাড়া ট্রেজারি চালান চেক করা, জন্ম নিবন্ধন চেক করা ও অনলাইনে পাসপোর্ট আবেদনের মত অনেক গুরুত্বপূর্ণ কাজ ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে করা যায়। -গর্ভনেন্স প্রতিষ্ঠার এটা একটা ভাল দিক। দেরীতে হলেও বাংলাদেশের সরকারী সংস্থাগুলো উন্নত দেশের মত তথ্য  প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় ভারতের ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের মত ইন্টারনেট সেবা ও সেখানে অনলাইন প্রকাশনা এখনও হয়নি। সেই হিসাবে আমাদের অনেক রিমোট ইউনিয়নগুলি  সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ইউনিয়নের তথ্য কেন্দ্রগুলি চালু রেখেছে। শুধু চালু রেখে কেবল তাই নয় তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা সেসব ওয়েবসাইট দিনের পর দিন হালনাগাদ করছে। নতুন নতুন তথ্য সংযুক্ত করছে। পৃথিবীর কম দেশই একই মোড়কে এত ওয়েব সাইট আনতে পেরেছে। সেই বিবেচনায় বর্তমান সময়ে অধিষ্ঠিত সরকার বেশ বড় একটি অবদান রেখেছে।

Thursday, December 24, 2015

সফলতার ৪৮ মন্ত্র


দিনটা ছিল ২০০৫ সালের মাঝামাঝি সময়। তখন হরতালের কারণে কুমিল্লা থেকে ঢাকায় ট্রেনে যেতে হল,কুমিল্লা রেলস্টেশনে অপেক্ষারত অবস্থায় আমি প্লাটফর্ম লাইব্রেরী থেকে একটি বই কিনি। ভারতীয় কলকাতার লেখকের লেখা বাংলায় অনুবাদের বই। বইটির নাম ছিলসফলতার ৪৮ মন্ত্র”, বইটি আমেরিকার জনৈক লেখক রবার্ট গ্রিনের “The 48 Laws of Power” নামে ১৯৯৮ সালে প্রকাশিত। বইটি পাঠক নন্দিত হয়েছিল। আমার কেনা বইটি পরে আমি হারিয়ে ফেলি। পুনরায় নীলক্ষেত থেকে অনুরুপ আর একটি বই কিনি যেটি বাংলাদেশের জনৈক ড. নজরুল ইসলাম ২১ফেব্রুয়ারী ২০০৯ সালে রাজু পাবলিকেশন্স, ৩৮ বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশ করে।
বাংলা বইটি আমি কয়েকবার পড়ি। এটি রম্য রচনা হিসাবে পড়লে বেশ মজা লাগবে। এতে সফলতার যে পদ্ধতি বলা আছে সেসব অনেক মন্ত্র মানবতা বিবর্জিত। তা মান্য না করাই ভাল। তবে আমাদের আসে পাশে অনেক সফল ব্যক্তি না জেনেই এসব মন্ত্র ব্যবহার করছে। তাদের সাথে মন্ত্রগুলো মিলিয়ে বেশ মজা পাওয়া যাবে। আমি যতটা সম্ভব সরলীকরন করে মন্ত্রগুলো দিলাম। মুল বইয়ে ৪৮টি মন্ত্রের আবার প্রতিটির সরলীকরণ সহ উদাহরন দিয়ে দুই/তিন পাতার ব্যাখ্যা দেয়া আছে। বইটি যোগাড় করে পড়লে নিছক বিনোদন পাবেন। নিচে আমি আমার বোধগম্যতায় ৪৮ মন্ত্র সংক্ষেপে সংকলিত করলাম:
১. কখনও উপরওয়ালার উপর কেরামতি দেখাতে যাবেন না। সবর্দা আপনার উপরস্থকে এই অনুভুতি দিন যে তিনি যোগ্যতা ও জ্ঞানে সকলের সেরা। নিজের অতিরিক্ত যোগ্যতা অপ্রকাশিত রাখুন। কারন তার বলয়ে কেউ অতিরিক্ত অযাচিত পারদর্শিতা দেখালে ক্ষমতাধর ব্যক্তি যে কোন অজুহাতে তাকে সরিয়ে দেবেন। ক্ষমতার শীষে যারা আছেন তাদের নির্বোধ ও অনুগতদের পছন্দ। তাই অধঃস্থন হয়ে কেরামতি দেখালে বিপদ।
২. বন্ধুদের কখনোই খুব বেশী বিশ্বাস করবেন না, শত্রুদের কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখুন।
৩. নিজের আসল উদ্দেশ্য গোপন রাখুন।
৪. যতটা প্রয়োজন সব সময় তার থেকে কম কথা বলুন।
৫. সুনামের উপর অনেক কিছু নির্ভর করে, প্রাণ দিয়ে একে রক্ষা করুন।
৬. যেকোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন।
৭. অন্যদের দিয়ে কাজ করান কিন্তু তার জন্য সন্মান আপনি অর্জন করুন।
৮. অন্য লোকেরা আপনার কাছে আসুক, দরকার হলে টোপ দিন।
৯. আপনার কাজের মাধ্যমে জয়লাভ করুন, কখনই তর্কের মাধ্যমে নয়।
১০. ছোঁয়াচে, অসুখী এবং ভাগ্যহীনদের বর্জন করুন।
১১. লোককে আপনার উপর নির্ভরশীল রাখতে শিখুন।
১২. আপনার শিকারকে আপনার সততা ও উদারতার কৌশল দিয়ে নিরস্ত্র করুন।
১৩. কখনও কারো সাহায্য চাইলে তা তাদের উপকারে  লাগবে বলেই চান, কখনও কারও দয়ার উপর নয়।
১৪. বন্ধুর ভাব করে  চরের কাজ করুন।
১৫. শত্রুকে সম্পূর্ণভাবে শেষ করুন।
১৬. মাঝে মাঝে গুরুত্বপূর্ণ  অনুষ্ঠানে অনুপস্থিতি আপনার শ্রদ্ধা ও সন্মান বাড়ানোর জন্য ব্যবহার করুন।
১৭. অন্যদের ধন্ধে রাখুন, এমন একটা আবহাওয়ার সৃষ্টি করুন যাতে কেউ আপনার সস্পর্কে ভবিষ্যদ্বাণী করতে না পারে।
১৮. আপনাকে রক্ষা করার জন্য চারিদিকে দুর্গ তৈরি করবেন না, নির্জনতা বিপদজনক।
১৯. খেয়াল রাখুন আপনি কার সাথে কারবার করছেন প্রয়োজনীয় লোককে অসন্তুষ্ট করবেন না।
২০. কারো পক্ষ অবলম্বন করবেন না, প্রয়োজনে একজনকে অপরের জন্য লাগিয়ে দিয়ে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকুন।
২১. আপনার শিকারকে আপনার থেকে দক্ষ ভাবতে দিন, এতে সে ভাবতেই  পারবে না আপনি তাকে ধরাশায়ী করবেন। সহজেই  তাকে শিকার করুন।
২২. যখন আপনি দুর্বল, সন্মানের জন্য লড়বেন না। আত্মসর্মপন করে সময় নিয়ে শক্তি পুনরুদ্ধার করুন।
২৩. চারিদিকে শক্তি সম্পদ না ছড়িয়ে এক জায়গায় সংরক্ষণ করুন যেন ক্ষমতার তীব্রতা বাড়ে।
২৪. সভায় সবোর্চ্চ ক্ষমতাধর না হলে তোষামোদ, বিনয় ও অন্যদের উপর প্রভাব বিস্তার তির্যক ও শোভন ভাবে করুন যাতে অন্যরা আপনাকে সবোর্চ্চ আসনে বসাতে প্রত্যয়ী হয়।
২৫. নিজেকে নতুন করে সৃষ্টি করুন, ভাব ভংগি ও কাজে কমে নাটকীয় কৌশল অবলম্বন করুন। ক্ষমতা বৃদ্ধি পাবে।
২৬. ভুল ও নোংরা কাজ অন্যদের দিয়ে করিয়ে আপনার হাত পরিষ্কার রাখুন।
২৭. আপনার নতুন যুক্তি, প্রতিশ্রুতিপূর্ণ আশাবাদ দিয়ে ধর্মবিশ্বাসীর মতো অনুসারী সৃষ্টি করুন।
২৮. দৃঢ়তার সংগে কাজ করুন।
২৯. যেকোনো পরিকল্পনা বাধা বিপত্তি মূল্যায়ন করে সম্পূর্ণ করুন, কোথায় থামবেন তা স্পষ্ট জানবেন।
৩০. আপনার সাফল্যের পিছনের বিশাল কার্যাবলী লুকিয়ে রাখুন। প্রচার করুন আপনার সবকিছু সহজেই হয়ে যায়।
৩১. লোকদের এমন পছন্দ দিন, যেন সে যা পছন্দ করবেন তাই আপনার পক্ষে যাবে। অন্যদের পছন্দ নিয়ন্ত্রণ করুন: আপনার বাটা তাসে অন্যদের খেলতে বাধ্য করুন।
৩২. লোকের খোশ খেয়ালের সুযোগ নিন। কি তাদের যাতনা দেয় খোজ করে বের করে আনুন ও তা নিয়ন্ত্রনে নিন। মহান ক্ষমতা লাভের যাদুকরী ক্ষমতা আপনার হাতে চলে আসবে।
৩৩. প্রতিটি লোকের দুর্বলতা আছে যেমন: নিরাপত্তাবোধহীনতা, অনিয়ন্ত্রণযোগ্য আবেগ, গোপন আনন্দ, তা আবিষ্কার করুন। জানতে পারলে আপনার সুবিধার্থে ব্যবহার করুন।
৩৪. আপনার নিজের ফ্যাশনে আপনি রাজকীয় হোন, রাজকীয়ভাবে উপস্থাপন করুন যাতে সে রকম ব্যবহার পান।
৩৫. তাড়াতাড়ি করবেন না। সঠিক সময় নিরূপণ করুন। যা আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। সময় না হলে পিছনে যান। ফল লাভের সময় হলে হিংস্রভাবে অর্জন করুন।
৩৬. যে জিনিষ আপনি পেতে পারেন না তাকে ঘৃণা করুন। তাদের অবহেলা করাই শ্রেষ্ঠ প্রতিশোধ।
৩৭. বাধ্য করার মতো দৃশ্যাবলীর সৃষ্টি করুন। আপনার চারিদিকে যারা আছে তাদের জন্য এমন দৃশ্যাবলী প্রদর্শন করুন। যাতে আপনার ক্ষমতার উচ্চমাত্রা দেখে তাদের অন্তরে বিনয় জাগ্রত হয়।
৩৮. সাধারণের মূল্যবোধ জেনে ও মেনে চলা অনেক নিরাপদ। কেবলমাত্র সহনশীল বন্ধুদের সংগে নিজের মৌলিকতা প্রকাশ করুন।
৩৯. মাছ ধরার জন্য জলে নাড়া দিন। শত্রুদের বিশৃঙ্খল করুন। রাগিয়ে দিন। তাদের অহংকারের  বিদ্রূপ বের করুন। রশি আপনার হাতে, আপনি তাদের নাচাতে পারেন।
৪০. মাগ্না খাওয়াকে ঘৃণার চোখে দেখুন। যে কোন মাগ্না খাওয়ানোর পিছনে উদ্দেশ্য থাকে। আপনি পয়সা খরচে মুক্ত হস্ত হোন, কারণ উদারতা ক্ষমতার একটা চিন্থ এবং চুম্বক।
৪১. বিখ্যাত লোকের পদাঙ্ক অনুসরণ করা থেকে এড়িয়ে চলুন। নিজের মতো জ্বলে আপনি ক্ষমতাবান হোন।
৪২. রাখালকে আঘাত করুন, ভেড়ারা ছড়িয়ে পরবে। এমন ক্ষমতাধরকে আয়ত্তে আনুন যার অনুসারীরাও আয়ত্তে আসবে।
৪৩. অন্যদের হৃদয় ও মনের ওপর কাজ করুন। জবরদস্তি না করে মন জয় করে কাজ আদায় করুন।
৪৪. দর্পণ প্রভাব দ্বারা শত্রুকে নিরস্ত ও ক্ষুব্ধ করুন। আপনার শত্রুরা যা করেন আয়নার মত তাদের  কাজকর্ম অনুসরণ করলে তারা আপনার উদ্দেশ্য ধরতে পারবে না। বিভ্রান্ত হবে।
৪৫. মানুষ অভ্যাসের জীব। অনেক বেশী পরিবর্তন ভীতিকর ও তা বিদ্রোহের দিকে নিয়ে যায়। তাই পরিবর্তনের কথা প্রচার করুন। কিন্তু কখনোই বেশী পরিবর্তন করবেন না। যা পরিবর্তন করবেন তা অতীতের উন্নয়ন মাত্র বলে  প্রচার করুন। অতীতের কাজে সন্মান দেখানোর ভান করুন।
৪৬. কখনও খুব বেশী সম্পূর্ণ হওয়ার ভাব দেখাবেন না। অন্যদের চেয়ে নিজেকে উত্তম প্রচার করলে অন্যের ঈর্ষা ক্ষতির কারণ হতে পারে।
৪৭. আপনার লক্ষ্যকে অতিক্রম করে যাবেন না। বিজয়ে কখন থামতে হয় শিখুন।
৪৮. আকারহীন হোন। প্রতিরক্ষার উত্তম পন্থা হল জলের মত তরল ও আকারহীন হওয়া। আকারহীন, অস্থায়ী ও পরিবর্তিত হলে শত্রু নিরাকারকে আক্রমণ করে ব্যর্থ হবে।

Web Link:

Thursday, December 10, 2015

বিদ্যুৎ সাশ্রয়ী ব্রাশ-লেস ডিসি সিলিং ফ্যান

৮০ ওয়াটের এসি সিলিং ফ্যান আমরা সর্বদা বেশী ব্যবহার করছি। ৮০ ওয়াটের জায়গায় যদি আমরা ২০ ওয়াটের সিলিং ফ্যানের আইডিয়া দেই। তবে বিদ্যুৎ সাশ্রয়ের বিচারে তা হবে অতুলনীয় ভাবনা । ৬০ ওয়াট বিদ্যুৎ বেচে যাচ্ছে। আর দিনে দশ ঘণ্টায় ৬০০ ওয়াট আর আবাসিক বিদ্যুতের বিল হিসাবে দিনে সাশ্রয় ৬x০.৫=৩ টাকা। মাসে সাশ্রয় ৩ x৩০=৯০ টাকা। ১২ মাসে ৭২০ টাকা। ফ্যানের ১০ বছর আয়ুতে সাশ্রয় পায় ১০x৭২০ = ৭২০০ টাকা। সাধারণ ফ্যানের দাম ২৪০০ টাকা আর ডিসি ফ্যানের দাম ৩৪০০ টাকা পার্থক্য ১০০০ টাকা। দশ বছর আয়ুষ্কালে বিদ্যুৎ সাশ্রয় সরাসরি ৭২০০ টাকা। আমরা ২০ ওয়াটের বিএলডিসি ফ্যান ব্যবহারে নিশ্চয়ই উৎসাহিত হব। একটাই সমস্যা আছে। তা হল বাতাস এসি ফ্যান থেকে কম। BLDC ফ্যানের এফিসিয়েন্সী একই শক্তির সাধারণ ব্রাশ ফ্যানের চেয়ে ১৫ থেকে ২০ % বেশী হবে। একই হর্স পাওয়ারের ব্রাশ ফ্যান ও ব্রাশ লেস মটরের বিদ্যুৎ ব্যবহারও ১৫-২০% বেশী। তাই ব্রাশ না থাকার কারণে ব্রাশের ঘর্ষণ, তাপ ও ঘর্ষণ জনিত বাধা অতিক্রমের কারণে ব্রাশ-লেস মটরের কার্যক্ষমতা বেশী। আমরা স্বাভাবিক ভাবে বুঝতে পারি একটা মটর দুইপাশে স্প্রিং এর চাপে কার্বন ব্রাশ ঘষে মটর চলে আর ঘর্ষণ ছাড়া কেবলমাত্র চুম্বকীয় শক্তিতে ঘুরতে থাকে। স্বাভাবিক ভাবে ঘর্ষনমুক্ত মটর কম শক্তি খরচ করে বেশী ঘূর্ণন শক্তি উৎপাদন করতে পারবে।
বাজারে এখন চায়নার তৈরি ডিসি সিলিং ফ্যান পাওয়া যায়। এ ফ্যানগুলো কিছুটা আস্তে ঘুরে। তবে তা তেমন একটা সমস্যা নয়। গা ঠাণ্ডা করার জন্য যতটুকু বাতাস প্রয়োজন তা পাওয়া যায়। তবে ১২ ভোল্টের ও ১২ ওয়াটের ডিসি টেবিল ফ্যানগুলো বেশ কার্যকরী। একজনের ব্যবহারের জন্য অতুলনীয়। এ ফ্যানগুলো ১২ ভোল্টের এসি  থেকে ডিসি এডাপটার দিয়ে চালাতে যায়। সাধারণ একটা এসি টেবিল ফ্যান সাধারণত ৫০/৬০ ওয়াট বিদ্যুৎ খরচ করে আর সেখানে বিএলিডসি মটর ১২ ওয়াট ব্যবহারে অনেক বেশী বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
আমি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য বিএলডিসি ফ্যান আইপিএস এর ১২ ভোল্ট সেকেন্ডারি ব্যাটারি থেকে সংযোগ নিয়ে চালিয়ে ছিলাম। ফলাফল সন্তোষজনক। আমাদের দেশের গ্রামের প্রান্তিক জনগণ যাদের ইনকাম যথেষ্ট নয়। যাদের মাসিক ৫০০ থেকে ১০০০ টাকা বিদ্যুৎ বিলই অনেক বেশী মনে হয়। যাদের বাসস্থানের চারিদিকে অনেক অনেক গাছগাছালি দ্বারা পূর্ণ ও বাসস্থানটি তুলনামুলক ভাবে শীতল তারা এ ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন। অর্থাৎ হালকা গরম এলাকায় যেখানে ঘূর্ণিঝড়ের মত বাতাস প্রয়োজন নেই সেখানে ডিসি সিলিং ফ্যান গুলো অনেক বেশী কার্যকরী। কারো সোলার সিস্টেম বা আইপিএস এ ১২ ভোল্টের ব্যাটারি মজুদ থাকলে তাতে ১২ ভোল্ট ডিসির বিএলডিসি ফ্যান ব্যবহার করা যাবে। অন্যথায় ১২ ভোল্টের ২০/২৫ ওয়াটের এ্যাডাপটার ব্যবহার করে এ ধরনের ফ্যান চালনা করা যায়। ফ্যানগুলি একবার টিকে গেলে সহজে নষ্ট হয় না। তবে একটা বড় সমস্যা হল এ ফ্যানগুলি নষ্ট হলে জটিল সার্কিটের কারণে রিপিয়ার সহজ নয়। তবে এখনও ব্যাপকভাবে ফ্যানগুলি চালু হয়নি। সীমিত আকারে সোলার সিস্টেমের সাথে ব্যবহার হচ্ছে। আরো কিছুদিন পর বিএলডিসি ফ্যান ব্যাপকভাবে ব্যবহার হলে এর দাম কমে আসবে। ব্যবহার বাড়লে এর সার্কিটের প্রাপ্যতা বেড়ে যাবে। তখন নষ্ট হলে সহজে রিপিয়ার হবে। রিপিয়ারের ক্ষেত্রে সাধারণত সার্কিট নষ্ট হলে তা বদলাতে হবে। বিএলডিসি মটরের কয়েল ফিক্সড থাকে ও কোন ব্রাশ থাকে না। ফলে ফ্যানের কয়েল সহজে নষ্ট হয় না। রেগুলেট করার জন্য ফ্যানের ভিতরে ব্যবহৃত ইলেক্ট্রনিক্স সার্কিট নষ্ট হতে পারে।

বিদ্যুৎ সাশ্রয়ী আলোক ব্যবস্থায় ইনক্যান্ডসেন্ট লাইটের ব্যবহার কমেছে, তারপর এসেছে সিএফএল লাইট তার থেকেও বেশী আয়ু নিয়ে এসেছে এলইডি লাইট। টিভির সিআরটি মনিটর প্রতিস্থাপিত হয়ে এসেছে এলইডি মনিটর। এলইডি মনিটর অনেক অনেক বেশী বিদ্যুৎ সাশ্রয়ী। এখন সময় এসেছে পাখা বা এসির বিদ্যুৎ সাশ্রয়ের পালা। এসিতে ইনভার্টর সিস্টেম এসিতে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা নিয়ে এসেছে। এখন আমাদের ফ্যানের ঘূর্ণনের প্রক্রিয়ার বিদ্যুৎ সাশ্রয় ব্যবস্থাটাই কেবল বাকী। বিএলডিসি মটর দিয়ে এটা আপাতত চালু হয়েছে। ডিসি ডিভাইসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রক্রিয়া শুরু হয়েছে। এসি বিদ্যুতে এই প্রক্রিয়ার ব্যবহার কেবল সময়ের ব্যাপার। আমরা উৎসাহী হলে সিলিং ফ্যানের বিদ্যুৎ সাশ্রয়ী প্রক্রিয়ায় ব্যবহার আমার মত আপনারাও শুরু করতে পারেন। এখন বিএলডিসি সিলিং ফ্যান আস্তে ঘুরলেও আর বেশীদিন বাকী নেই, যখন বিএলডিসি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যানগুলো বাসা বাড়ীতে ঝড়ের মত ঘুরতে থাকবে।

Thursday, December 3, 2015

স্মার্ট-ফোন ও তরুণ সমাজ

গত একবছর থেকে লক্ষ্য করছি আমাদের তরুণ সমাজের মাঝে স্মার্ট-ফোন ব্যবহারের কারণে কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার অনেক কমে গেছে। এমনকি তরুণদের গেমসগুলিও ছোট ছোট আকারে মোবাইলে চলে এসেছে। এতেই মনে হয় কম্পিউটার ব্যবহার বৃদ্ধি পাওয়ার আর সুযোগও নেই। কারণ প্রযুক্তির সুফলগুলো হাতের মুঠোয় চলে আসলে তখন নিশ্চয়ই কেউ চেয়ার টেবিল নিয়ে পড়াশোনার আদলে কম্পিউটারে বসতে চাইবে না। কারণ কম্পিউটারের সব কাজ শুয়ে বসে মোবাইলে করা যাচ্ছে। তবে কি প্রয়োজন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে সামনে বসার। আর কোন উপায় নেই এখন আমাদের কম্পিউটার কার্যক্রম মোবাইলেই নিয়ে আসতে হবে। ইমেইল চেক করে ইমেইলের উত্তরগুলি দিতে হবে মোবাইলের মাধ্যমে। আমার ওয়ার্ড ডকুমেন্টের কার্যক্রম আনতে হবে  মোবাইলে। পেপার-লেস অফিস গুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকাল মোবাইলে ইমেইলে সিদ্ধান্ত দেন। নির্দেশনা প্রেরণে ভাইবার বা আরো অনেক কাষ্টমাইজ সফটওয়্যার ব্যবহার করেন।
এখন অফিসের কার্যক্রম আধুনিক তরুণ সমাজের জন্য মোবাইল ইন্টারনেটের প্রযুক্তির মধ্যে আনতে পারলে ভাল হবে। একটা পর্যায়ে উপরস্থ কর্মকর্তারা ডকুমেন্ট পড়তে চায় না। তারা তথ্যাদি শুনতে চান। কারণ তাদের অধীনস্থ অন্যান্য কর্মকর্তারা তাদের সমস্ত তথ্য সরলীকরণ করে দিবেন আর ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত নিবেন। সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তার স্টাফরা সব তথ্য তাদের মোবাইলে বা ট্যাবে রাখবে। এ বিষয়ে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল সে পড়াশোনার ভয়ে ব্যবসা শুরু করে । ব্যবসায় সফল হয়। কিন্তু এখনও কোন কিছুর পড়াশোনায় সে মোটেই আগ্রহী নয়। ইনকাম ট্যাক্স উকিল তাকে বিস্তারিত বুঝিয়ে দেয়ার পর সে তার সিদ্ধান্ত জানায় ও স্বাক্ষর করে তাও পড়ে দেখতে উৎসাহী নয়। এছাড়া লাইসেন্স ও অন্যান্য কাগজ তার ম্যানেজার বুঝানোর পর সে বুঝে নিয়ে সিদ্ধান্ত দেয় ও সে স্বাক্ষর করে। একবার তার ম্যানেজার বলল, এখানে কিছু শর্ত আছে। আপনি অবসর সময়ে পড়ে দেখতে পারেন। তার উত্তর, তুমি পড়েছ। জী হ্যাঁ পড়েছি। তুমি যদি পড়ে থাক, তবে আমাকে পড়তে হবে কেন। তোমাকে বেতন দিচ্ছি কিসের জন্য। চিঠিতে লেখা শর্তগুলি তুমি পড়তে থাক আর আমাকে বুঝাতে থাক।  তদুপরি তুমি বুঝতে না পারলে উকিল মোক্তার ভাড়া কর। এরপর আমার ধারনা হল ব্যবসা, অর্থ-বিত্ত সর্বদা ইত্যাদির জন্য পণ্ডিত আর কাগজ কলাম প্রয়োজন নেই। একাউন্টট্যান্টদের বড় বড় লেজার বই লেখা এবং ক্লার্কদের সারি সারি ফাইল সাজানো এগুলো আসলে তাদের অভ্যাসের ব্যাপার। সেইসাথে তাদের কাজকে জটিল ভাবে প্রদর্শনের বিষয়। লেজার বই না হলেও একাউন্ট চলবে কম্পিউটার ও ইন্টারনেটে লিপিবদ্ধ রেখে। ডকুমেন্ট স্ক্যান করে পেপার-লেস করে ফাইলের সারি না রেখেও অফিস চালনা সম্ভব।
আমরা এমন যুগে এসেছি এখন ক্লার্কদের টাইপ করে কাগজে প্রিন্ট করার প্রয়োজন নেই। তারা খসড়া তৈরি করবে। স্টাফ অফিসার ইমেইলে বসের কাছে পাঠাবে । বস ওকে করলে চিঠি চলে যাবে পুনরায় স্টাফ অফিসারের কাছে। স্টাফ অফিসাররা টয়লেটের কমোডে বসেই নিদ্দিষ্ট ইমেইলে সেন্ড করে দিবে যে কোন সময়।
আসুন আমরা একটি পরিবেশ কল্পনা করি। যেখানে কম্পিউটার নেই। সবার আছে বড় বড় স্ক্রিনের মোবাইল ফোন। ক্লার্ক তার স্টাফ অফিসারের কাছে একটা চিঠি ড্রাফট করার নির্দেশ পেল। ক্লার্ক বাসায় বা অফিসে বসে স্মার্ট ফোনে চিঠি ড্রাফট করল। স্টাফ অফিসারের কাছে ইমেইলে সেন্ড করল। স্টাফ অফিসার প্রয়োজনীয় সংশোধন বা কারেকশন শেষে বসের কাছে পাঠাল। বস তার মোবাইলে দেখে নিয়ে ওকে করল। স্টাফ অফিসাররা যেখানে যেখানে পাঠানোর প্রয়োজন সেখানে পাঠিয়ে দিল। আর সম্পূর্ণ কার্যক্রম হবে ক্লাউডে। কোন কারণে কেউ এক্সিডেন্টে মারা গেল বা কারো মোবাইল ডিভাইস হরিয়ে গেল। এতে কাজ বন্ধ থাকবে না। কারণ সমস্ত তথ্যাদি থাকবে অনলাইনে।  মোবাইল হারালে বা মানুষ মারা গেলে কোন সমস্যা নেই।
          এখন আসি ছোট একটা প্রতিষ্ঠানে যদি মোবাইল ফোনে অফিসের কার্যক্রম করা যায়। তা হল একটি অনাবাসিক স্কুল। স্কুলের প্রশাসন কিভাবে পেপার-লেস করা যায়। স্কুলের জন্য কিছু অ্যাপস থাকবে। ক্লাস টিচার ক্লাসে কারা কারা উপস্থিত তাদের উপস্থিতি মোবাইলের অ্যাপসে দিবে। একাউন্টট্যান্ট কোন কোন স্টুডেন্ট বেতন দিল তার আপডেট মোবাইলের সফটওয়্যারে এন্ট্রি করবে। সহকারী প্রধান শিক্ষক শিক্ষকদের উপস্থিতি ও ছুটির রেকর্ড তার মোবাইল অ্যাপসে আপডেট করবে। শিক্ষকদের কারণ দর্শাও ইমেইলে দিবে। প্রধান শিক্ষক তার মোবাইল থেকে সব তথ্য দেখতে পারবেন। তাই মোবাইলের অ্যাপস ও অনলাইন স্টোরে সব কাজ হয়ে যাচ্ছে। যদি কোন ডকুমেন্ট মামলা বা অন্য কোন কাজে প্রয়োজন হয় তখন তা অনলাইন বা ক্লাউড থেকে প্রিন্ট করার ব্যবস্থা থাকবে। তাই আধুনিক ছেলে মেয়েদের আর কম্পিউটার ও খাতা কলমে কাজ না শিখিয়ে মোবাইলে টাইপিং ও অনলাইনে কাজ আর অ্যাপস ব্যবহার শিখাতে পারলেই তাদের দিয়ে অফিসিয়াল সব কাজ করানো যবে বলে ধারনা করা যায়। ক্লাসের প্রস্তুতিও তারা মোবাইলের সফট বই পড়ে নিতে পারবঅনেক রেফারেন্সও তারা সফট বই পড়তে পারবে। হয়ত একজন টিচার বিয়ের অনুষ্ঠান আছে। পরের দিন তার ক্লাস আছে। সে তার মোবাইলে বা ট্যাবে সফট কপি থেকে পড়ে নিতে পারবে।

এখন সময় এসেছে কম্পিউটার বাদ দিয়ে সস্তা স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে সব কাজ করে আমাদের তরুণ সমাজকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলা। মোবাইল ফোনের এরূপ একটি টেকনোলজি যা কিনা যেকোনো স্থানে ও যে কোন সময়ে অফিসিয়াল কাজ করা যাবে। এরা যারা কাজ করবেন তাদের দিবে অনেক অনেক স্বাধীনতা বা ফ্রীডম। আজকাল কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান কমে এসেছে। কারণ এখন কম্পিউটার ক্রয় করলে অটোমেটিক শেখা হয়ে যাচ্ছে। তবে এখন মোবাইল অ্যাপস ব্যবহার ও স্মার্ট-ফোন ব্যবহারের জন্য তিনদিন বা সাত দিনের কোর্স চালু করা যেতে পারে। ফেইসবুক আর ভাইবার ব্যবহার করতে করতে বর্তমানে যুব সমাজ স্মার্ট-ফোনে অনেক দক্ষতাই অর্জন করেছে। তাই এখন অফিসিয়াল কাজ স্মার্ট-ফোনে করার ইনোভেটিভ আইডিয়া তাদের বের করতে হবে। প্রয়োজন মোতাবেক নিত্যনতুন অ্যাপস বানাতে হবে। লেখাটি উদ্দোগতা বা অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে চিন্তার খোঁড়াক যোগাতে পারলে আমার এ লেখা সার্থক হবে।