Pages

Thursday, January 26, 2017

সপ্তাহে একদিন এক ঘণ্টার জন্য মোবাইল মুক্ত থাকা

আমদের মাঝে অনেক সুখী ব্যক্তি আছেন যারা রাত দশটার পর থেকে শুরু করে পরের দিন সকাল আটটা পর্যন্ত মোবাইল বন্ধ রাখেন আমরা যারা সরকারী চাকুরী করি সরকারীভাবে মোবাইলের টাকা পাই তারা অন্তত ধরনের মোবাইল বন্ধ করার বিলাসিতা করতে পারি না আমাদের ২৪ ঘণ্টা মোবাইল খোলা রাখতে হয় বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল বন্ধ রেখে রেস্ট করার মত ভয়াবহ চিন্তা করতে পারে না এক ঘণ্টা মোবাইল বন্ধ তো অনেক অনেক মাস কল জমা হয়ে যায় তবে আমাদের এই ভয়াবহ মোবাইল অত্যাচার হতে মাঝে মাঝে ব্রেক নিলে মন্দ হয় না
আমার মনে আছে ক্যাডেট কলেজে পড়াশোনারত অবস্থায় প্রতি সপ্তাহে বাবা চিঠি লিখতেন আমিও বাবা মা ভাইবোন সবাইকে লিখতাম চিঠি পাওয়া চিঠি দেয়া অন্য এক অনুভূতি ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ছিল না ওয়াকি টকি বা ওয়্যারলেসে যোগাযোগ স্থাপন করত আমার মাঝে মাঝে মনে হয় এখন আমরা এক মুহূর্ত মোবাইল ছাড়া চলতে পারি না এখন মোবাইলে একবার না পেলে বা কোন কারণে মিস করলে বড়কর্তারা বেশ মন্দ কথা না শুনিয়ে ছাড়েন নাসবার যেন ধৈর্য কমে গেছেঅথচ মোবাইলের আগে চিঠির যুগে আমরা কিভাবে চলতাম এখন অনেক দিন হল আমরা সকলে প্রায় চিঠির কথা ভুলেই গেছি অতি জরুরী হলে টেলিগ্রাম আর ল্যান্ড ফোনের ব্যবহার হত
আমি অনেকদিন আগে থেকে মোবাইল ফেনের কাছ থেকে সপ্তাহে একদিন ব্রেক নেয়ার একটা পরিকল্পনা করছিলাম অনেক চেষ্টা করে গত তিন বছর যাবত প্রতি সপ্তাহে শুক্রবার নামাজের জন্য ঘরের বাহির হয়ে মসজিদে যাওয়ার সময় মোবাইল চশমা ছেড়ে আমি মসজিদে যাই হাতঘড়ি ছেড়ে দিয়েছি প্রথম মোবাইল প্রথম মোবাইল হাতে আসার পর থেকেই এর মধ্যে অনেক আত্মীয় বিদেশ থেকে এসে হাত ঘড়ি উপহার দিয়েছিল তা অন্য যারা ঘড়ি পরে তাদের দান করে দিয়েছি
গত তিনবছর(২০১৪,২০১৫ ২০১৬) আমি শুক্রবার নামাজের সময় আনুমানিক ১২৪৫ হতে ১৩৪৫ পর্যন্ত মোবাইল মুক্ত থাকার চেষ্টা করে সফল হয়েছি আমি এই এক ঘণ্টা আমি মোবাইল বন্ধ রাখিনি তবে আমার থেকে দুরে বাসায় রেখেছি আর আমি মসজিদে থেকেছি আমার প্রতিষ্ঠানের এক্সচেঞ্জের ২৪ ঘণ্টা ডিইটির লোক জানে জুম্মা নামাজের এক ঘণ্টা আমি ফোন রাখি না তাই দুএকবার গুরুত্বপূর্ণ খবর বার্তা বাহকের মাধ্যমে আগের দিনের মত মসজিদে অবগত করেছে সাপ্তাহিক মোবাইল বিরতির দিনে যখন মোবাইল আমার কাছ থেকে দুরে রাখছি তখন বেশী পরিমাণে কল বাজলে বাসার সদস্যরা সাধারণত আমার অবস্থান মসজিদে তা কলারদের জানিয়ে দেয় আমার পরিবার ইমার্জেন্সি হলে আমাকে না পেলে আমার বাবা মা ভাইবোনের জরুরী কোন খবর আমার আত্মীয়রা আমার স্ত্রীকে জানিয়ে দেয়
মসজিদ থেকে বাসার ফিরে গত তিন বছরে সাধারণত একটি বা দুইটির বেশী মিস কল পাইনি বেশীরভাগই মানুষই শুক্রবার জুম্মার নামাজের সময় কল করে না তাই এই সময়টা মোবাইল ব্রেকের জন্য বেছে নিলে মন্দ হয় না
আমি একবার খাগড়াছড়ি থাকতে আমার এক সিনিয়রকে দেখতাম রাতে কারেন্ট চলে গেল মাঝে মাঝে জেনারেটর চালাতেন না তিনি স্ত্রী সন্তানদের মাঝে মাঝে বিদ্যুৎ/জেনারেটর ছাড়া মোমবাতি জালিয়ে ট্রেনিং দেন আবার একজনকে জানি সপ্তাহে একদিন ক্যাবল টিভি বন্ধ করে দিয়ে পরিবারকে টিভি মুক্ত থাকার অনুশীলন দেন আবার আরেক জনকে জানি মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সন্তানদের ফোভিয়া মুক্ত করছেন২০১৩-২০১৬ কুষ্টিয়া থাকাকালীন সময়ে আমাকে অবশ্য ইন্টারনেট ব্রেক নিতে হয়নি প্রতি মাসে একাধিকার অপটিক্যাল লাই কাটা পড়ে এবং এক নাগাড়ে বেশ কয়েকদিন ইন্টারনেট থাকে না তাই ফোভিয়া হওয়ার সুযোগ কম

আসলে আমার যে ভাবে চিন্তা করি না কেন আসলে মাঝে মাঝে বৈরী অবস্থার ট্রেনিং গ্রহণ করা কিন্তু মন্দ নয় যাদের মোবাইল না ধরলে বস চাকুরী নট করে দিতে পারে তারা ব্যতীত অন্যরা শুক্রবারের জুম্মা নামাজের মত সুবিধা-মত সময়ে প্রতি সপ্তাহে একঘণ্টা মোবাইল মুক্ত থাকতে পারেন ভালই লাগবে সেই নিশ্চয়তা দিতে পারি