Pages

Thursday, July 27, 2017

‌ফেইসবুককে শক্তিশালী ও কল্যাণকর পন্থায় ব্যবহার

কিছুদিন পর পর ফেইসবুকে এটা ওটা ভাইরাল হচ্ছে সরকারী অনেক সংস্থা ফেইসবুকের মাধ্যমে নাগরিক সেবা অভাব অভিযোগের ফিডব্যাক নিচ্ছে তাছাড়াও এসএমএস এর মাধ্যমে, মোবাইল ফোন, চিঠি ইমেইলের মাধ্যমে অভিযোগ ফিডব্যাক সিস্টেম চালু আছে অভিযোগ বক্স চিঠির মাধ্যমে ফিডব্যাক ইত্যাদি ব্যবস্থা আজও চালু আছে আগে মানুষ পত্র পত্রিকায় চিঠি পত্রের মাধ্যমে সামাজিক সমস্যার বিষয়াদির সমস্যা মতামত তুলে ধরত এখনও কিছুটা চালু আছে আগে পত্রিকায় পাঠক মতামত পড়া উৎসাহের বিষয় ছিল এখন মানুষ তার মনের ভাব সমস্যা জানানোর জন্য এত বিশাল পরিমাণে সুযোগ রয়েছে তা কল্পনার অতীত ইন্টারনেট আজ কোন সীমানায় মানুষকে আটকে রাখেনি সীমানার অসীমে মানুষকে নিয়ে গেছে সকল যুবক যুবতীর হাতে হাতে স্মার্ট ফোন আর মোবাইল যোগাযোগ কত সহজ কম খরচ যে কেউ যে কারো সাথে সহজে যোগাযোগ করতে পারে
ফেইসবুক বর্তমান প্রজন্মের কাছে অতি আপন বিষয় এই জনপ্রিয় টুলটাকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি আমরা আমাদের বিদেশ ভ্রমণ ভাল খবর দেয়ার বিষয়ে আগ্রহী থাকি ফেইসবুকে আমাদের ভাল ভাল খবর ছবি দেই এটা অনেকটা নিজের ঢোল নিজে পিটানোর মত অনেকের মতে ফেইসবুকে কার্যক্রম অনেকটা আত্মকেন্দ্রিক এটাকে কিভাবে মানব কেন্দ্রিক করা যায় এটা আমার লেখনীতে উৎঘাটনের চেষ্টা করব
আমার মনে আছে নব্বইয়ের দশকে আমি অনেক অনেক পাঠকের মতামত পত্র পত্রিকায় পড়তাম এখন তেমন একটা নজরে আসে না এখন আমাদের কাছে পাঠকের মতামত থেকেও শক্তিশালী ব্যবস্থা আছে ফেইসবুক কোটি কোটি মানুষ এর সাথে যুক্ত এখন প্রয়োজন ফেইসবুকের ব্যবহারে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো আমরা আমাদের ভালটাই সাধারণত ফেইসবুকে দেই নিজের খবরটা দেই অথচ আমরা আমাদের সমস্যা বঞ্চনাগুলো ছবিসহ ফেইসবুকে তুলে ধরতে পারি আমার একটি ফেইসবুক একাউন্ট আছে সেই একাউন্টে আমি প্রায় দুই/তিন মাস পর পর একবার দেখি এবং আমার সাথে যুক্ত হতে আগ্রহী বন্ধুবান্ধবদের বন্ধু হিসাবে এ্যাড করে চলে আসি কার জামা সুন্দর কার শাড়ী সুন্দর এইসব লাইক বিজনেসে না গিয়ে আমি ফেইসবুক থেকে বেড়িয়ে আসি আমি হয়তবা ভুল করতে পারি কিন্তু দীর্ঘ প্রায় ১০/১২ বছর ফেইসবুকে আছি কিন্তু কখনও কাউকে তেমন কোন মানব কল্যানমূলক পোস্ট দিতে দেখিনি কখনও কাউকে দেখিনি এরূপ পোস্ট দিতে, “আমার এলাকার এই এই সমস্যা দীর্ঘদিন যাবত সমাধান হচ্ছে না আমি এমন এমন ব্যক্তির দ্বারা প্রতারিত আমরা কোথাও এভাবে নাগরিক সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত ইত্যাদি ইত্যাদি
কেউ এই ধরনের পোস্ট ফেইসবুকে দেয়না হয়তবা দেয় আমার চোখে পড়েনি বা আমার বন্ধুদের মধ্যে দেয়নি
সব কিছু ভাল সব কিছু রোমাঞ্চকর আমি সুন্দর পোষাকে ভাল খাবার দাবারে অনেক ভাল আছি আর এটাই যদি ফেইসবুকে দেখানোর উদ্দেশ্য হয় তবে আমি বলব তাতে ফেইসবুকের ভাল ব্যবহার হচ্ছে না আমরা মাঝে মাঝে অনলাইন পত্রপত্রিকা থেকে ছবি নিউজ দেই তা মাঝে মাঝে বেশ সাড়া জাগায় ভাইরাল হয় আসলে আমাদের গল্প ফেইসবুকে এই পর্যন্তই সীমাবদ্ধ অথচ আমাদের মোবাইলে ইন্টারনেটসহ ফেইসবুক চালু আছে মোবাইলে ক্যামেরা আছে আমরা প্রত্যেকেই সাংবাদিক হয়ে আছি এখন প্রয়োজন শুধু সাংবাদিকের মত পোস্টটি দেয়া আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার অবস্থা খারাপ ছবিটা ফেইসবুকে দিলাম এতে সবার সচেতনতা বাড়বে রাস্তায় ভিক্ষুকদের ছবি দিলাম এতে আমরা তাদের সাথে পরিচিত হতে পারি আমার গরীব আত্মীয় চিকিৎসার অভাবে আছে তার ছবি দিয়ে একাউন্ট নম্বর দিলাম অনেকেই তাকে সহযোগিতা করতে আগ্রহী হবে কোন কোন মেধাবী ছাত্র/ছাত্রী তাদের তথ্য তুলে ধরলাম অনেকেই তাদের যাকাতের জন্য এগিয়ে আসবে আজকাল প্রকৃত যাকাত দেয়ার লোক খুঁজে পাওয়া যায় না আমাদের সন্ধানে প্রকৃত যাকাত গ্রহণকারী তথ্য তুলে ধরলে তা অনেকের যাকাত দিতে সুবিধা হবে অনেক ব্যক্তি সামাজিক সমস্যা করে তাদের বিষয়ে সতর্কতামূলক তথ্য দেয়া যায় সব সাফল্য থাকবে তা নয় বিভিন্ন বিফলতার বিবরণ অনেকের সচেতনতার জন্য আসতে পারে ফেইসবুক ইন্টারেক্টিভ হওয়ার জন্য এটি একটি বিস্ময়কর ব্যবস্থা এখন আমাদের প্রয়োজন ফেইসবুকে শুধুমাত্র আমার বেস্টটা প্রচার না করে আমাদের চারিদিকে সচেতনতা চ্যালেঞ্জগুলো সবার সন্মুখে তুলে আনতে হবে এতে রয়েছে আমাদের সচেতনতা মানব কল্যাণ আমাদের জানা মতে ভাল একটি কর্মঠ ছেলে চাকুরী পাচ্ছে না তার বিবরণ দিতে পারি চমৎকার একটি মেয়ে পিতামাতা বিয়ে দিতে পারছে না তার তথ্য দেয়া যেতে পারে

আর বেশী দিন দুরে নয় হয়ত আমরা অতিশীঘ্রই আমরা ফেইসবুকে মানব কল্যাণে সামাজিক দায়বদ্ধতায় ব্যবহার করতে পারব এতে করে নিজেকে দেখানোর ফেইসবুক সাইকি থেকে আমরা বের হয়ে  আসতে পারব