Pages

Thursday, August 31, 2017

মোবাইল অ্যাপ লাইভ ৩৬০ (Live 360)


আমরা ২০১৭ সালের এমন একটা সময়ে এসে আমাদের অবস্থান যখন প্রযুক্তির ব্যাপকতা বাড়ছে। মানুষের গড় আয়ু বাড়ছে।মানুষের ব্যস্ততা বাড়ছে। ছেলে মেয়েরা নিজেদের মত একাকী অনেক অনেক স্থানে যেতে হচ্ছে। সর্বদা সবাই ব্যস্ত। দম ফেলার জো নেই। এর মধ্যে স্বস্তিতে থাকার একটি ব্যবস্থার না লাইভ ৩৬০। এটি একটি ফ্যামিলি ট্র্যাকার অ্যাপ। অ্যাপটি বেশ চমৎকার। আমরা আমাদের উঠতি বয়সী ছেলে মেয়েদের মোবাইল ট্র্যাকার অ্যাপটি ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করতে পারি। আমার এক কনিষ্ঠ জুনিয়র কলিগ একটা কাজে আমার কাছে আসল। সে ছিল নব বিবাহিত। তাকে নিয়ে একটা কাজ করছিলাম। হঠাৎ টুক করে মোবাইলে ম্যাপ দেখল। আমার কৌতূহল হল কি দেখছ। সে তখন বলল, লাইভ ৩৬০ দেখছি। এটা কি? তখন সে বলল, আমার স্ত্রী তার বাবার সাথে ঢাকা যাচ্ছে। কোথায় আছে। দেখে নিলাম। সেটা কিভাবে? সে তখন ম্যাপের উপর তার স্ত্রীর বর্তমান লোকেশন দেখাল। আমার কাছে বিষয়টা বেশ উৎসাহব্যাঞ্জক মনে হল। আমি বললাম, ভাবী তো মাইন্ড করবে। সে কোথায় কোথায় যাচ্ছে, তা তুমি জেনে যাচ্ছ। তখন সে বলল আমিও কোথায় কোথায় যাচ্ছি সেও দেখতে পাচ্ছে।
আমি বললাম বৌয়েরা স্বামীকে ট্র্যাক করলে অপরাধ নয়। কিন্তু স্বামী বৌও কে ট্র্যাক করলে খবর আছে। কারণ এতে স্বামী সন্দেহবাতিক প্রমাণিত হয়। তখন কলিগটি বলল সেই যাই হোক স্যার আমরা দুইজনে এতে বেশ উপকার পাচ্ছি। তা হল আমরা কেউ কাউকে ফোন করে কোথায় আছে জানতে চাইনা। এটা একটা বড় লাভ। আমাদের চিন্তা থাকছে না কোথায় আছে। আর বার বার করে ফোন করে লোকেশন জানার প্রয়োজন হচ্ছে না। লাইভ ৩৬০ দেখে পৌঁছানোর পর ধীরে ধীরে সুস্থে জার্নি কেমন হল বা অন্যান্য বিবরণ জানা যাবে। আর জার্নির অগ্রগতি খারাপ হলে বা জ্যামে আটকা পড়লে তা ম্যাপে বোঝা যাবে। তখন ফোন করে কষ্টের মধ্যে সান্ত্বনা দেয়া যাবে। কোথাও বিপদে পড়লে কাছাকাছি কাউকে লোকেশনটা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া যাবে। আমার কলীগ নাতি দীর্ঘ বক্তৃতা শোনানোর পর সে বলল, ব্যবহার করে দেখেন। ভাল লাগবে। আমি আমার স্ত্রী ছেলের মোবাইলে ইন্সটল করে নিলাম। ভালই মজা পেলাম।
অনেকের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম। সবাই বলল, এটা ব্যক্তি স্বাধীনতা খর্ব করছে। আপনার মুভমেন্ট অন্য একজন দেখছে এটা চরম অস্বস্তিকর।কেউ কেউ বলল জঙ্গিরা আপনাকে ফলো করে আপনার ক্ষতি করতে পারে। এছাড়া এই অ্যাপের ডাটা গুলো থার্ড পার্টির কাছে আছে তার এটা এ্যাবিউজ করতে পারে। সবই ভিআইপি প্রটেকশন নিয়ে কথা। ম্যাংগো বা আম জনতার জন্য এই ধরনের নিরাপত্তা চিন্তা অত গুরুত্বপূর্ণ নয়। আমাদের মধ্যে যারা নিরাপত্তার ক্ষেত্রে অনেক শত্রু তৈরি করে ফেলেছেন, তার এটা ব্যবহার নাও করতে পারেন। আমার মত সাধারণ মানুষ ছেলে মেয়ে স্ত্রীদের ফ্যামিলি ট্র্যাকার এই অ্যাপ ব্যবহারে আশা করা যায় স্বস্তি দায়ক চিন্তামুক্ত জীবন যাপন করা যাবে।
লাইভ ৩৬০ গ্রুপে যারা আছে তাদের সবাই পরস্পরের মোবাইলে চার্জের স্ট্যাটাস দেখতে পারবেন। এতে পরস্পরকে মোবাইল চার্জের বিষয়ে আগাম হুশিয়ারি দিতে পারবেন। এতে কোন স্থানে গিয়ে লোকেশন সহ চেক ইন স্ট্যাটাস দেয়া যাবে। কোথাও কোন স্থানে বিপদে পড়লে প্যানিক বাটন চাপা যাবে। তাতে গ্রুপের সবাই বিপদ সম্পর্কে জানবে। নিকটবর্তী কেউ উদ্ধারে এগিয়ে আসতে পারবে।
এই অ্যাপটি সাংবাদিকরা ব্যবহার করতে পারে। তাদের টীম ওয়ার্কে কাজ করতে হয়। টীমের কে কোথায় কাজ করছে তা টীম সদস্যদের ফোন না করেও জানা যাবে। এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা যখন স্টাডি ট্যুরে যাবে তখন নিজেদের নিরাপত্তার জন্য লাইভ ৩৬০ এর গ্রুপ তৈরি করে নিতে পারে। এতে কে কোথায় যাচ্ছে বা আছে এটা সহজে জানা যাবে। দলছুট বা হারিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা কমে যাবে। পুলিশের টীম বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের পরস্পরের লোকেশন সংক্রান্ত তথ্যাদি জানার জন্য এটি ব্যবহার করতে পারবে।

বাজারে এখন ছোট ছোট কেসিং জিপিএস ট্র্যাকার  পাওয়া যাচ্ছে। এগুলো বেশ কার্যকরী। এর জন্য আলাদা খরচ করার প্রয়োজন আছে। তবে যেহেতু আমাদের হাতে হাতে স্মার্ট ফোন আছে ফোনে জিপিএস আছে তাই সর্বক্ষণ পরিবারের সদস্যরা পরস্পরের খোজ খবর নিতে চাইলে লাইভ ৩৬০ অ্যাপ একটি ভাল সমাধান। এই অ্যাপটি আমাদের পরিবারের সদস্যদের অবস্থানের সার্বক্ষণিক তথ্য দিয়ে আমাদের স্বস্থি দেবে।