Pages

Wednesday, June 24, 2009

আপারেশনের প্রস্তুতি জন্য চেকলিষ্ট

১. ইউনিফরম-৪ সেট(এক সেট ভাল)।
২. বুট-২ জোড়া।

৩. গেন্জি- ৪টি।
৪. আন্ডার ওয়্রার-৬টি
৫. শট্স-২টি।
৬. লুংগি-২টি।
৭.  গামছা-২টি।
৮.  মোজা-৬সেট।
৯. বুটকালী+ব্রাশ।
১০.  টুথপেষ্ট+ব্রাশ।
১১. রেজার+ফোম।
১২. ফাষ্ট এইড বক্স-(পেরাসিটামল,খাবার স্যালাইন,ব্যান্ড ইট,সেভলন ক্রীম,এন্টি ফাংন্গাল ক্রীম,ফ্লাজিল ট্যাবলেট,এলাট্রল)।
১৩. ঢেটল/এন্টিসেপকটিক সাবান।
১৪. এন্টিসেপটিক পাউডার+অলিভ ওয়েল।
১৫. সিগারেট বক্স/পলিথিন প্যাকেট।
১৬. রেইন কোট।
১৭. লাইট বেডিং।
১৮.পলিথিন/গ্রাউন্ড সীট।
১৯. ফাইল- এক্সসারসাইজ পেপার,অডার ফরমেট,প্রেসি।
২০.স্কেল-এ ।
২১. ট্রলি ব্যাগ।
২২. মোবাইল চার্জার।
২৩. টর্চ লাইট+চার্জার লাইট।
২৪. রেডিও।
২৫. টেবিল ফ্যান।
২৬. সিভিল ড্রেস ।

No comments:

Post a Comment