Pages

Friday, February 13, 2015

আমার ভাল লাগা ও আমার দক্ষতা

আমরা সবাই কিছু না কিছু অভ্যাসআগ্রহ ও শখ নিয়ে আমাদের জীবন এগিয়ে নিয়ে যাই। জীবন হল প্রবহমান নদীর মত এগিয়ে যায়। কেউ কিছু করলেও সময় যাবেনা করলেও সময় যাবে। কিন্তু সময়টাকে ব্যবহার হল মুখ্য বিষয়। অনেকের মত আগাগোড়াই আমার আগ্রহ হল বই পড়া। আমি সারা জীবন অনেক বই পড়েছি। এখনও পড়ে যাচ্ছি। এক সময় কাগজের বই পড়তাম আজ ডিজিটাল বই পড়ি। কয়েক দিন ধরে মনে পড়ছে আমি অনেক বই পড়েছি। কি কি বিষয়ে বই পড়েছি আর কি কি বিষয়ে গভেষনা ও অনুশীলন করেছি তার তালিকা না করলে স্মৃতির হার্ডডিস্ক থেকে আমার জ্ঞান ও বিদ্যাগুলি পুনরায় ব্যবহার করা দূরহ হবে। এখানে আমি যে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করেছি তার তালিকা করলাম। এটা বিষয় বস্তু ও সময় অনুযায়ী নয়। যখন যা মনে পড়ছে তাই লিপিবদ্ধ করছি।
১ম পর্ব:
১. সোলার প্যানেল
২. সোলার চার্জার
৩. সোলার পাম্প
৪. সোলার ক্যানেল টপ
৫. ইনভার্টর
৬. গ্রিড টাই সিস্টেম।
৭. বায়োগ্যাস
৮. উইন্ড মেইল
৯. সিএনজি
১০. এলপিজি
১১. বৃষ্টির পানি ধারণ ও ব্যবহার।
১২.  ড্রীপ ইরিগেশন সিস্টেম।
১৩. পানি বিতরণ ব্যবস্থা ও সাবমারসিবল পাম্পের ব্যবহার।
১৪. ইসলাম ধর্ম
১৫. খ্রিস্টান ধর্ম
১৬. ইহুদীর ধর্ম
১৭. কাদিয়ানী
১৮. হিন্দু
১৯. মাইক্রো হাইড্রো প্রজেক্ট
২০. টাইডাল হাইড্রো প্রজেক্ট
২১. বায়োমস ইলেক্ট্রিসিটি
২২. প্রাথমিক চিকিৎসা।
২৩. ওয়ার্ড-প্রেসে ব্লগ তৈরি
২৪. ব্লগ স্পটে ব্লগ তৈরি
২৫. ওয়ার্ড প্রেস কাজ
২৬. এক্সেলে কাজ
২৭. পাওয়ার পয়েন্টে কাজ
২৮. উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিস্তারিত জ্ঞান
২৯. অ্যানরয়েড অপারেটিং সিস্টেমে বিস্তারিত জ্ঞান
৩০. ইমেইল ব্যবহার
৩১. ফটো এডিট
৩২. এইটিএমএল ব্যবহার এবং ফ্রন্ট পেইজে ওয়েভ তৈরি
৩৩. টবে বাগান
৩৪. ছাদে বাগান
৩৫. বনসাই
৩৬. ব্রায়ান ট্রেসি এর সেলফ ইম্প্রুভমেন্টের উপর স্টাডি।
৩৭. ডেল কর্নেগীর বই পড়া ও অনুশীলন।
৩৮. মাছ চাষের উপর পড়াশোনা।
৩৯. পশুপালনের উপর পড়াশোনা
৪০. মৌমাছি পালনের উপর পড়াশোনা
৪১. কম্পোস্ট তৈরি
৪২. সব্জিচাষ
৪৩. ছাদে বাগান করা
৪৪. বাড়ী তৈরির উপর পড়াশোনা
৪৫.বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ
৪৬. বিশুদ্ধ পানি তৈরির উপর জ্ঞান
৪৭. শুকনো খাদ্য তৈরির উপর পড়াশোনা
৪৮. আয়রন রিমুভাল প্লান্ট
৪৯. সোডিয়াম লাইট,হ্যালোজেন ও হোয়াইট মেটাল সোডিয়াম লাইট
৫০. এলইডি লাইট
৫১. ইনডাকশন চুলা
৫২. মাইক্রোওয়েভ ওভেন
৫৩. ডিজিটাল ফটোগ্রাফি
৫৪. স্টক মার্কেট ও স্টক মার্কেট গ্রাফ এনালাইসিস
৫৫. এন কম্পিউটিং/নেইটওর্য়াক কম্পিউটিং
৫৬. স্টাডি অন ক্যাম্পাস প্লানিং
৫৭. স্টাডি অন রিসাইক্যালিং
৫৮. স্ক্যানিং ও ডিজিটাল ফাইলিং সিস্টেম
৫৯. খাদ্য অভ্যাস ও খাদ্য নিয়ন্ত্রণের উপর স্টাডি
৬০. ধূমপান ছাড়ার উপর স্টাডি( বাস্তবিক ভাবে ধূমপান ছাড়া)
৬১.ইনডাকশন লাইট
৬২. এ্যাকুরেনিয়ামে মাছ চাষ
৬৩. সিএলএফ লাইটিং
৬৪. গাড়ীর কারিগরি বিষয়ে জ্ঞান অর্জন( সামরিক বাহিনীর ওএমটি কোর্সে শেখা)
৬৫. চাপাই নবাবগন্জ্ঞ আম চাষ
৬৬. রেশম চাষ
৬৭. ভোটার লিস্ট ও ন্যাশনাল আইডি কার্ড তৈরি(রাজশাহী ভোটার প্রজেক্টে শেখা)
৬৮. ন্যাশনাল আইডি কার্ডের সাভারে কাজসংশোধন ও সম্পাদনা(রাজশাহী ভোটার প্রজেক্টে শেখা)
৬৯. বিজয় ও অভ্র টাইপিং
৭০. বাড়ীর আভ্যন্তরীণ পরিসজ্জ্বা
৭১. এসএস পাইপের দ্বারা সজ্জ্বা
৭২. থাই এ্যালুমুনিয়ামের কার্যক্রম
৭৩. টাইল এর কার্যক্রম
৭৪. জেনারেটর ও রক্ষণাবেক্ষণ
৭৫. সময় ব্যবস্থাপনা
৭৬. বিভিন্ন কার্যক্রমে অপেক্ষার সময় অতিক্রম করার কৌশল।
৭৭. হাই ভোল্টেজ ডিসি মাধ্যমে এসএমপিএস যন্ত্রপাতি চালনা।
৭৮. ২৪/৪৮ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই সিস্টেম
৭৯. ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি
৮০. উন্নত চুলা তৈরি
৮১. রকেট স্টোভ তৈরি
৮২. প্রেশার কুকারের খুঁটিনাটি
৮৩. মাইক্রোওয়েভ ওভেনে রান্না
৮৪. রাইস কুকার
৮৫. ডিশ ওয়াসার
৮৬. ওয়াশিং মেশিন চালনা।
৮৭. মোবাইল বিষয়ক জ্ঞান
৮৮. চাষাবাদে জৈব প্রযুক্তি
৮৯. ক্যাম্পাসের পানি বিতরণ ব্যবস্থা
৯০. আশ্রয়ণের টিনের ঘর তৈরি
৯১. মোডিফাইড সোলার স্ট্রীট লাইট
৯২. খাবার শুকিয়ে সংরক্ষণ প্রক্রিয়া
৯৩. সিদ্দিকা কবির রেসিপি
৯৪. পিজা তৈরি
৯৫. বিভিন্ন ধরনের কেক তৈরি
৯৬. বই/জার্নাল ছাপানোর প্রস্তুতিমুলক কাজ ও ছাপানো
৯৭. কাঠের কাজ(এইচ এসসি সাবজেক্ট)
৯৮. ইন্জ্ঞিনিয়ারিং ড্রইং(এইচ এসসি সাবজেক্ট)
৯৯. ইলেক্ট্রনিক্স ও ছোটখাট মেরামত
১০০. ইলেক্টিক্যাল ওয়্যারিং বিষয়ক জ্ঞান।

একশত ক্রমিকে পর্ব-১ শেষ করলাম তারপরের পর্বে আমার অন্যান্য আহরিত বিষয়ের জ্ঞানের তালিকা যোগ করা হবে।

No comments:

Post a Comment