দিনটা ছিল ২০০৫ সালের মাঝামাঝি সময়। তখন হরতালের কারণে কুমিল্লা থেকে ঢাকায় ট্রেনে যেতে হল,কুমিল্লা রেলস্টেশনে অপেক্ষারত অবস্থায় আমি প্লাটফর্ম লাইব্রেরী থেকে একটি
বই কিনি। ভারতীয় কলকাতার লেখকের লেখা বাংলায়
অনুবাদের বই। বইটির নাম ছিল “সফলতার ৪৮ মন্ত্র”, বইটি আমেরিকার জনৈক লেখক রবার্ট গ্রিনের
“The 48 Laws of Power” নামে ১৯৯৮ সালে প্রকাশিত। বইটি পাঠক নন্দিত হয়েছিল। আমার
কেনা বইটি পরে আমি হারিয়ে ফেলি। পুনরায়
নীলক্ষেত থেকে অনুরুপ আর একটি বই কিনি যেটি বাংলাদেশের জনৈক ড. নজরুল ইসলাম ২১ফেব্রুয়ারী ২০০৯ সালে রাজু পাবলিকেশন্স,
৩৮ বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশ করে।
বাংলা বইটি আমি কয়েকবার পড়ি। এটি
রম্য রচনা হিসাবে পড়লে বেশ মজা লাগবে। এতে
সফলতার যে পদ্ধতি বলা আছে সেসব অনেক মন্ত্র মানবতা বিবর্জিত। তা মান্য না করাই ভাল। তবে
আমাদের আসে পাশে অনেক সফল ব্যক্তি না জেনেই এসব মন্ত্র ব্যবহার করছে। তাদের সাথে মন্ত্রগুলো মিলিয়ে বেশ মজা পাওয়া যাবে। আমি যতটা সম্ভব সরলীকরন করে মন্ত্রগুলো দিলাম। মুল বইয়ে ৪৮টি মন্ত্রের আবার প্রতিটির সরলীকরণ সহ উদাহরন দিয়ে দুই/তিন পাতার ব্যাখ্যা দেয়া আছে। বইটি যোগাড় করে পড়লে নিছক বিনোদন পাবেন। নিচে আমি আমার বোধগম্যতায় ৪৮ মন্ত্র সংক্ষেপে সংকলিত করলাম:
১. কখনও উপরওয়ালার উপর কেরামতি দেখাতে
যাবেন না। সবর্দা আপনার উপরস্থকে এই
অনুভুতি দিন যে তিনি যোগ্যতা ও জ্ঞানে সকলের সেরা। নিজের অতিরিক্ত যোগ্যতা
অপ্রকাশিত রাখুন। কারন তার বলয়ে কেউ অতিরিক্ত অযাচিত পারদর্শিতা দেখালে ক্ষমতাধর ব্যক্তি
যে কোন অজুহাতে তাকে সরিয়ে দেবেন। ক্ষমতার
শীষে যারা আছেন তাদের নির্বোধ ও অনুগতদের পছন্দ। তাই অধঃস্থন হয়ে কেরামতি দেখালে বিপদ।
২. বন্ধুদের কখনোই খুব বেশী বিশ্বাস
করবেন না, শত্রুদের কীভাবে ব্যবহার করতে হয়
সেটা শিখুন।
৩. নিজের আসল উদ্দেশ্য গোপন রাখুন।
৪. যতটা প্রয়োজন সব সময় তার থেকে
কম কথা বলুন।
৫. সুনামের উপর অনেক কিছু নির্ভর
করে, প্রাণ দিয়ে একে রক্ষা করুন।
৬. যেকোনো মূল্যে মনোযোগ আকর্ষণ
করার চেষ্টা করুন।
৭. অন্যদের দিয়ে কাজ করান কিন্তু
তার জন্য সন্মান আপনি অর্জন করুন।
৮. অন্য লোকেরা আপনার কাছে আসুক, দরকার হলে টোপ দিন।
৯. আপনার কাজের মাধ্যমে জয়লাভ করুন, কখনই তর্কের মাধ্যমে নয়।
১০. ছোঁয়াচে, অসুখী এবং ভাগ্যহীনদের বর্জন করুন।
১১. লোককে আপনার উপর নির্ভরশীল রাখতে
শিখুন।
১২. আপনার শিকারকে আপনার সততা ও উদারতার
কৌশল দিয়ে নিরস্ত্র করুন।
১৩. কখনও কারো সাহায্য চাইলে তা তাদের
উপকারে লাগবে বলেই চান, কখনও কারও দয়ার উপর নয়।
১৪. বন্ধুর ভাব করে চরের কাজ করুন।
১৫. শত্রুকে সম্পূর্ণভাবে শেষ করুন।
১৬. মাঝে মাঝে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিতি
আপনার শ্রদ্ধা ও সন্মান বাড়ানোর জন্য ব্যবহার করুন।
১৭. অন্যদের ধন্ধে রাখুন, এমন একটা আবহাওয়ার সৃষ্টি করুন যাতে কেউ আপনার সস্পর্কে ভবিষ্যদ্বাণী
করতে না পারে।
১৮. আপনাকে রক্ষা করার জন্য চারিদিকে
দুর্গ তৈরি করবেন না, নির্জনতা বিপদজনক।
১৯. খেয়াল রাখুন আপনি কার সাথে কারবার
করছেন প্রয়োজনীয় লোককে অসন্তুষ্ট করবেন না।
২০. কারো পক্ষ অবলম্বন করবেন না, প্রয়োজনে একজনকে অপরের জন্য লাগিয়ে দিয়ে নিয়ন্ত্রকের ভূমিকায়
থাকুন।
২১. আপনার শিকারকে আপনার থেকে দক্ষ
ভাবতে দিন, এতে সে ভাবতেই পারবে না আপনি তাকে ধরাশায়ী করবেন। সহজেই
তাকে শিকার করুন।
২২. যখন আপনি দুর্বল, সন্মানের জন্য লড়বেন না। আত্মসর্মপন করে সময় নিয়ে শক্তি পুনরুদ্ধার করুন।
২৩. চারিদিকে শক্তি সম্পদ না ছড়িয়ে
এক জায়গায় সংরক্ষণ করুন যেন ক্ষমতার তীব্রতা বাড়ে।
২৪. সভায় সবোর্চ্চ ক্ষমতাধর না হলে
তোষামোদ, বিনয় ও অন্যদের উপর প্রভাব বিস্তার
তির্যক ও শোভন ভাবে করুন যাতে অন্যরা আপনাকে সবোর্চ্চ আসনে বসাতে প্রত্যয়ী হয়।
২৫. নিজেকে নতুন করে সৃষ্টি করুন, ভাব ভংগি ও কাজে কমে নাটকীয় কৌশল
অবলম্বন করুন। ক্ষমতা বৃদ্ধি পাবে।
২৬. ভুল ও নোংরা কাজ অন্যদের দিয়ে
করিয়ে আপনার হাত পরিষ্কার রাখুন।
২৭. আপনার নতুন যুক্তি, প্রতিশ্রুতিপূর্ণ আশাবাদ দিয়ে ধর্ম বিশ্বাসীর মতো অনুসারী সৃষ্টি করুন।
২৮. দৃঢ়তার সংগে কাজ করুন।
২৯. যেকোনো পরিকল্পনা বাধা বিপত্তি
মূল্যায়ন করে সম্পূর্ণ করুন, কোথায়
থামবেন তা স্পষ্ট জানবেন।
৩০. আপনার সাফল্যের পিছনের বিশাল
কার্যাবলী লুকিয়ে রাখুন। প্রচার করুন আপনার সবকিছু সহজেই
হয়ে যায়।
৩১. লোকদের এমন পছন্দ দিন, যেন সে যা পছন্দ করবেন তাই আপনার পক্ষে যাবে। অন্যদের পছন্দ নিয়ন্ত্রণ করুন: আপনার বাটা তাসে অন্যদের খেলতে বাধ্য করুন।
৩২. লোকের খোশ খেয়ালের সুযোগ নিন। কি তাদের যাতনা দেয় খোজ করে বের করে আনুন ও তা নিয়ন্ত্রনে নিন। মহান ক্ষমতা লাভের যাদুকরী ক্ষমতা আপনার হাতে চলে আসবে।
৩৩. প্রতিটি লোকের দুর্বলতা আছে যেমন: নিরাপত্তাবোধহীনতা, অনিয়ন্ত্রণযোগ্য
আবেগ, গোপন আনন্দ, তা আবিষ্কার করুন। জানতে পারলে আপনার সুবিধার্থে ব্যবহার করুন।
৩৪. আপনার নিজের ফ্যাশনে আপনি রাজকীয়
হোন, রাজকীয়ভাবে উপস্থাপন করুন যাতে সে
রকম ব্যবহার পান।
৩৫. তাড়াতাড়ি করবেন না। সঠিক সময় নিরূপণ করুন। যা আপনাকে
ক্ষমতায় অধিষ্ঠিত করবে। সময় না হলে পিছনে যান। ফল লাভের সময় হলে হিংস্রভাবে অর্জন করুন।
৩৬. যে জিনিষ আপনি পেতে পারেন না
তাকে ঘৃণা করুন। তাদের অবহেলা করাই শ্রেষ্ঠ প্রতিশোধ।
৩৭. বাধ্য করার মতো দৃশ্যাবলীর সৃষ্টি
করুন। আপনার চারিদিকে যারা আছে তাদের
জন্য এমন দৃশ্যাবলী প্রদর্শন করুন। যাতে
আপনার ক্ষমতার উচ্চমাত্রা দেখে তাদের অন্তরে বিনয় জাগ্রত হয়।
৩৮. সাধারণের মূল্যবোধ জেনে ও মেনে
চলা অনেক নিরাপদ। কেবলমাত্র সহনশীল বন্ধুদের সংগে
নিজের মৌলিকতা প্রকাশ করুন।
৩৯. মাছ ধরার জন্য জলে নাড়া দিন। শত্রুদের বিশৃঙ্খল করুন। রাগিয়ে দিন। তাদের অহংকারের বিদ্রূপ বের করুন। রশি আপনার হাতে, আপনি তাদের নাচাতে
পারেন।
৪০. মাগ্না খাওয়াকে ঘৃণার চোখে দেখুন। যে কোন মাগ্না খাওয়ানোর পিছনে উদ্দেশ্য থাকে। আপনি পয়সা খরচে মুক্ত হস্ত হোন, কারণ উদারতা ক্ষমতার একটা চিন্থ এবং চুম্বক।
৪১. বিখ্যাত লোকের পদাঙ্ক অনুসরণ
করা থেকে এড়িয়ে চলুন। নিজের মতো জ্বলে আপনি ক্ষমতাবান
হোন।
৪২. রাখালকে আঘাত করুন, ভেড়ারা ছড়িয়ে পরবে। এমন ক্ষমতাধরকে আয়ত্তে আনুন যার অনুসারীরাও আয়ত্তে আসবে।
৪৩. অন্যদের হৃদয় ও মনের ওপর কাজ
করুন। জবরদস্তি না করে মন জয় করে কাজ
আদায় করুন।
৪৪. দর্পণ প্রভাব দ্বারা শত্রুকে
নিরস্ত ও ক্ষুব্ধ করুন। আপনার শত্রুরা যা করেন আয়নার
মত তাদের কাজকর্ম অনুসরণ করলে তারা আপনার উদ্দেশ্য ধরতে পারবে না। বিভ্রান্ত হবে।
৪৫. মানুষ অভ্যাসের জীব। অনেক বেশী পরিবর্তন ভীতিকর ও তা বিদ্রোহের দিকে নিয়ে যায়। তাই পরিবর্তনের কথা প্রচার করুন। কিন্তু কখনোই বেশী পরিবর্তন
করবেন না। যা পরিবর্তন করবেন তা অতীতের
উন্নয়ন মাত্র বলে প্রচার করুন। অতীতের কাজে সন্মান দেখানোর ভান করুন।
৪৬. কখনও খুব বেশী সম্পূর্ণ হওয়ার
ভাব দেখাবেন না। অন্যদের চেয়ে নিজেকে উত্তম প্রচার
করলে অন্যের ঈর্ষা ক্ষতির কারণ হতে পারে।
৪৭. আপনার লক্ষ্যকে অতিক্রম করে যাবেন
না। বিজয়ে কখন থামতে হয় শিখুন।
৪৮. আকারহীন হোন। প্রতিরক্ষার উত্তম পন্থা হল জলের মত তরল ও আকারহীন হওয়া। আকারহীন, অস্থায়ী ও পরিবর্তিত
হলে শত্রু নিরাকারকে আক্রমণ করে ব্যর্থ হবে।
Web Link:
Aitar Bangla PDF ta dite parben please!!!
ReplyDeletehttp://www.tke.org/files/file/The_48_Laws_of_Power.pdf
ReplyDeletebhai ai link a pdf ta nei. ami onekdin dhore boita khujteci bt kothao pacchi na.
kindly apnar kache kono copy thakle amak ektu janaben ami photocopy kore nibo
01815678076
01998795747
thank you