ফেইস বুকে কিভাবে উপার্জন করা যায়
এই বিষয়ে ফেইস বুকেই জানতে চেয়েছিলাম।
একজন আমাকে এমন এমন আপত্তিকর মন্তব্য করল যে
আমি দমে গেলাম। পোস্টটা মুছে দিয়ে জান ছুটালাম। জান ছুটালেও মন ছুটাতে
পারলাম না। আমরা এক সময় তরুণ বয়সে অন্যদের জানার জন্য পত্র মিতালী করতাম। তারপর
আসল ইন্টারনেট চ্যাট। তারও পরে ভয়েজ চ্যাট। সর্বশেষ ব্যবহার হল আমাদের
মাল্টিমিডিয়া যোগাযোগ ফেইস বুক। টেক্সট, অডিও ও ভিডিও
নিয়ে অপূর্ব সমন্বয় এই ফেইস বুক।
তরুণ তরুণীরা প্রচুর সময় ফেইস বুকে কাটায়। আর কাটাবে নাই বা কেন। এত এত মানুষের
এত এত মজার মজার তথ্য জানা যায়। নিজের ছবি মূহুর্তেই সবাইকে দেখানো যাচ্ছে। ভিডিও
লাইভ করা যাচ্ছে। মানুষ প্রকৃতিগত ভাবে অন্যকে জানতে চায়। আর ফেইস বুক এই কাজটিই
করে যাচ্ছে। এই ফেইস বুক থেকে আমরা যদি ইন্টারনেট খরচটা পাই তাতে মন্দ কি।
ইন্টারনেটে সার্চ দিলেও ফেইস বুকে ইনকামের অনেক তথ্য পাওয়া যাবে। সে কাজটা আমাদের
তরুণ ভাই বোনেরা করবে। আমি আমার মাথায় পুঞ্জিভূত তথ্য বা আইডিয়া আছে তাই ঝেড়ে
দিচ্ছি । প্রথম যে আইডিয়া আসল তা হল আমাদের আসে
পাশে অনেক লেখক বা সেলিব্রেটি আছে
যারা ফেইস বুকে সময় দিতে পারেন না। কিন্তু ফেইস বুকে যথাযথ রেসপন্স দিতে
তাদের মন চায়। তাদের এই কাজটি আপনি করে
দিতে পারেন। প্রতিদিন সামারী করে উল্লেখযোগ্য কমেন্ট ও হাইলাইটস আপনার সেলিব্রেটির
কাছে ইমেইল,ভাইবার ইত্যাদির মাধ্যমে দেয়া যাবে। এর
জন্য কাজের পরিধি বিবেচনায় আপনি আপনার সেলিব্রেটি বা লেখকের সাথে আপনার
পারিশ্রমিকের বিষয়টা আলোচনা করতে পারেন। সরকারী ও বেসরকারি অনেক সংস্থা ফেইস
বুকের মাধ্যমে কমপ্লেইন সংগ্রহ করে। তাদের ফেইস বুক পেইজ মেনটেইন করার জন্য
আপনি চুক্তিবদ্ধ হতে পারেন।
আমাদের অনেকেরই বাড়ী ভাড়া ও টিউশন
দরকার হয়। আপনাকে কেউ রিকোয়েস্ট করল, আপনি তাকে বললেন আমাকে দুই শত টাকা দেন আমি জিবি কিনে ফেইস বুকে সার্চ করে
বের করে দিচ্ছি। আমি দুইবার দুইজন গৃহশিক্ষক ফেইস বুকে পোস্ট দিয়ে খুঁজে পেয়েছি।
ফেইস বুক চালায় না কিন্তু আপনার
বন্ধু বান্ধব অনেক আছে তাদের জন্য টিউশন খুঁজে দিয়ে আপনি তাদের কাছ থেকে
"এমবি" কেনার টাকাটা বের করতে পারেন।
মালিকদের ভাল ভাড়াটিয়াকে বাড়ী ভাড়া
দেওয়া ও ভাড়াটিয়াদের সুবিধা জনক লেকেশানে সুবিধাজনক ভাড়ায় বাড়ী ভাড়া পাওয়া বড়ই
চ্যালেঞ্জ। বাড়ী ভাড়া সংক্রান্ত পোস্ট
আপনি দিতে পারেন ও আপনার প্রতিবেশী, আত্মীয় ও বন্ধু
বান্ধবদের এই উপকার গুলো করে আপনি কিছু
ফি নিতে পারেন।
অনেক তরুণ তরুণী প্রেম ও ভাব করার
জন্য ফেক ফেইস বুক আইডি চালায়। এত ফেক না করে একটি ফেইস বুক অনেক বন্ধু নিয়ে
চালানো প্রয়োজন। আপনার পরিচিতি লুকিয়ে দুই একটা প্রেম পিরীত করে সাময়িক মজা ও
সময় নষ্ট হয় মাত্র। তার চেয়ে অনেক বন্ধু নিয়ে ফেইস বুক করলে তাদের ক্রমান্বয়ে
নেতিবাচক ও ফেকদের আনফ্রেন্ড করলে মন্দ নয়। দুই একটা ভাল বন্ধু ম্যাসেঞ্জারে
রাখা যেতে পারে। দুষ্টুদের ব্লক মারলেই চলবে।
আপনার এলাকার জানা শোনাদের দোকানে
কি কি দ্রব্য পাওয়া যায় তার পোস্ট ফেইস বুকে দিতে পারেন। বিনিময়ে "এম
বি" কেনার টাকাটা উঠাতে পারেন। আমি আমাদের তরুণ তরুণীদের কাছে "এমবি' ক্রয় একটা প্রিয় বিষয়। তাই তাদের ভাষায় ইন্টারনেটের ডাটা কেনার কথা বলছি।
ফেইস বুক বা ম্যাসেঞ্জার দিয়ে সভা ও
সমিতির কার্যক্রম সবাইকেই জানাতে পারেন। বিনিময়ে আহবায়কের কাছ থেকে "এমবি"
চেয়ে নিতে পারেন। আমি একটা ধারনা দিলাম মাত্র। আমি জানি আমার প্রিয় তরুণ ও
তরুণীরা আরো অনেক মাধ্যম বের করে নিবে।
উপার্জন করা একটি মৌলিক কাজ। আপনি ফেইস বুকে আছেন তার থেকে কোন ফয়দা নিবেন না তা
তো হয় না। খালী খালী "এমবি" কিনবেন তার চেয়ে সেটা উপার্জন করবেন।
সেটা ভাল নয় কি।
বিভিন্ন পরিবহনের টিকিট ক্রয় বিক্রয় করা যেতে পারে।
কারো ফরমায়েশের কাজ করা যেতে পারে। আর এই যোগাযোগটাই হতে পারে ফেইস বুকের মাধ্যমে। আমি নিশ্চিত ফেইস বুকে আরো শত
শত সহজ আয়ের রাস্তা বের করা যাবে। অনেকে মিথ্যা তথ্য দিয়ে দান চায়। অথবা প্রেমের
প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে খারাপ ছবি তুলে ব্ল্যাক মেইল করে। এদের কাছ থেকে
আবার দুরে থাকতে হবে। পরিশেষে বলব আমাদের অনেকের ফেইস বুক নেশা ব্যাপক ভাবে আছে
। এটাকে উপার্জনের কাজে ব্যবহার করার উপায় বের করতে হবে। যাতে ইন্টারনেট
ব্যবহারের টাকাটা তরুণ তরুণীরা নিজেরাই যোগাড় করতে পারে। এখনকার আইডিয়া এই পর্যন্তই
রাখছি। আরো আইডিয়া যোগাড় করতে পারলে আরও এক কিস্তি এ বিষয়ে কলম ধরার
ইচ্ছে রাখছি।
No comments:
Post a Comment