একশত বিশটা আইটেম টুলসসহ ড্রিল মেশিন। এরূপ আরো অনেক অনেক
দ্রব্যাদিসহ অনলাইন অফার চলে। আপনার একটি ড্রিল মেশিন প্রয়োজন। সাথে আরো অনেক
ড্রিল বিট, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভারসহ ম্যাগা
অফার একটা কিনতে চাচ্ছেন অথচ প্লায়ার্স ও অনেক কটি সামগ্রী আপনার আছে। আপনি
চিন্তা করলেন অল্প কিছু টাকা বেশী খরচ করে অনেক কয়টি সামগ্রী আমি নিতে পারব।
অনেক কটি সামগ্রী নিতে পারাটা সর্বদা ভাল অপশন নয়। প্রথমে আপনি অনেক কটি অপ্রয়োজনীয়
সামগ্রী কিনলেন এগুলো কোন একদিন আপনার কাজে লাগবে। ঘর পরিষ্কার রাখার একটা
ফর্মুলা হল আপনি যদি দেখেন আপনার ঘরের কোন দ্রব্য বা জিনিস এক বছরে একবার ব্যবহার
হয় নাই তবে তা আপনি চোখ বন্ধ করে ত্যাগ করতে পারেন। কারণ সে দ্রব্যটি আপনার
দ্বিতীয়বার ব্যবহারের সম্ভবনা অনেক অনেক কম। অনেক দ্রব্য বা আইটেম কেনার মধ্যে
আনন্দ থাকতে পারে। কিন্তু লাভ নাই। কারণ আপনার অপ্রয়োজনীয় কোন দ্রব্য ও টুলস
রাখা মানে আপনার রক্ষণাবেক্ষণের চাপ বাড়ানো। আপনার রাখার স্থান বেশী লাগছে। তাই
কেবল মাত্র ব্যবহার উপযোগী সামগ্রী ছাড়া আর কোন সামগ্রী ষ্টকে রাখার প্রয়োজনীয়তা
নাই বলা যায়। আপনি দুর্গম এলাকায় আছেন। যেখান থেকে প্রতিনিয়ত কোন টুলস কোন
সামগ্রী হয়ত কালে ভদ্রে একবার কাজে লাগতে পারে। তবুও তা স্থানের দুর্গমতা বিচার
করে মজুদ রাখতে হতে পারে। সাধারণ শহর এলাকা প্রায় সব ধরনের সামগ্রী সহজ হোক
বা জটিল হোক তা পাওয়া যায়। তাই যদি কাছের দোকানে মজুদ থাকলে নিজের কাছে মজুদ
করা সবচেয়ে বোকামী। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাই আমাদের আজকে যে
প্রযুক্তি লেটেস্ট মনে হচ্ছে আগামীতে তা আরো উন্নত হচ্ছে। পরিবর্তন হচ্ছে চাহিদাগুলো।
আজ যে যন্ত্রাংশ প্রয়োজনীয় মনে হচ্ছে তা আগামীকাল অপ্রয়োজনীয় মনে হচ্ছে।
উপায় আউট সোর্স। যা একান্ত প্রয়োজন তা কেনা বাকী ভাড়ায়
চলা। আবার কোন সামগ্রী না কিনে উপায় নাই। ব্যবহার শেষে তা পুনরায় দোকানে ফেরত
প্রদান। ভাড়া পরিশোধ বা বিক্রি করে দেয়াটা হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে কোন
টুলস বা আইটেম ছয় মাসে বা বছরে একবার ব্যবহার হলে তা আগাম কিনে বা অফারের সাথে না
কেনাটা জরুরী। আগাম কেনা বা অতিরিক্ত কেনাটা অপচয়। অপচয় থেকেও জরুরী বিষয় আপনার
রক্ষণাবেক্ষণের চাপ বাড়াবে। যে কোন বাড়তি দ্রব্য মানেই স্টোর বা ঘরের মূল্যবান
স্থানটুকু নেয়া ও ঘর পরিষ্কার করার জন্য অতিরিক্ত শ্রম ও সময় নষ্ট হওয়া।
দুই হাজার টাকায় ড্রিল বিট সহ, প্লায়াস সহ ০২১টি আইটেম কিনে ২০০০ টাকা খরচ করার চেয়ে প্রয়োজনীয় ২০টিঅেইটেম কেনাটা অনেক ভাল। এতে খরচ কম
লাগবে। প্রতিটি আইটেম বেঁছে বেঁছে বেস্ট আইটেম কেনা যাবে। এভাবে বেস্ট আইটেম ও প্রয়োজনীয়
আইটেম কিনতে পারলে তা সেটে কেনা আইটেম হতে অনেক বেশী টেকসই ও সাশ্রয়ী হবে।
অফার নয়, প্রয়োজন মোতাবেক বেস্ট বা টেকসই আইটেমটা কেনাই সবচেয়ে বুদ্ধির পরিচায়ক
হবে। আমাদের জীবনে প্রায় সবখানেই আমরা
আমাদের একান্ত প্রয়োজনীয় আইটেমের বাইরে অনেক আইটেম দেখতে পাই। এই আইটেমগুলো
আমাদের জীবন যাত্রাকে জটিল ও অগুছানো করে তুলছে। এগুলো আমাদের গুছানো
দরকার।
ব্যবসায়ীরা তাদের পণ্যকে আকর্ষণীয় ও চাহিদা বাড়াতে অনেক
অপ্রয়োজনীয় অফার নিয়ে আসে। এসব অফার পরিবেশ বান্ধব নয়। পরিবেশ বান্ধব হল তাই যা
হবে টেকসই ও দীর্ঘদিন ব্যবহার করে রিইউজ/রিসাইক্যাল করা যাবে। হালকা পাতলা কম
টেকসই সামগ্রী পরিবেশের জন্য উপকারী হবে
না। এগুলো আইন করে বন্ধ করা প্রয়োজন। মুক্ত বাজার অর্থনীতির যুগে
অপ্রয়োজনীয় ও পরিবেশ বান্ধব নয় এরূপ দ্রব্যাদি নিষিদ্ধ করা প্রয়োজন। কারণ
ব্যবসায়ী ফয়দা অপেক্ষা ক্রেতার স্বার্থ ও ক্ষতি কমানোটা জরুরী। তারপর জরুরী কাজ
হয় পরিবেশের ক্ষতি বন্ধ করা। পরিশেষে বলব, বন্ধ হোক নানা লোভনীয় অফারের মাধ্যমে অপ্রয়োজনীয়
সামগ্রীর বাণিজ্য।
No comments:
Post a Comment