পল্লী বিদ্যুৎ বা পিডিবি এর বিস্তৃত বিদ্যুৎ
বিতরণ ব্যবস্থা বাংলাদেশে রয়েছে। পল্লী বিদ্যুৎ এর পিলার বা খাম্বায় রয়েছে বিশাল একটা
বাণিজ্য। বাংলাদেশের গ্রাম ও ইউনিয়ন গুলোতে এখন ঢালাই ও সিমেন্টের কাজের ব্যাপক বিস্তৃতি
রয়েছে। এখন যদি আপনি একটা বৈদ্যুতিক খাম্বার জন্য ২৫০০ টাকা খাম্বার উৎপাদিত মূল্যের
চারভাগের একভাগ যাতায়াত ভাড়ায় ব্যয় করেন তা আর্থিক ভাবে মোটেই সাশ্রয়ী নয়। এ খাম্বা
একস্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য বিশেষভাবে নির্মিত লং ভেইক্যাল রয়েছে। এগুলো
আবার নির্ধারিত রাস্তা ব্যতীত সকল স্থানে যেতে পারে না। এমন একটা অবস্থায় আমার কাছে
মনে হল, এটা কি স্থানীয় ভাবে তৈরি সম্ভব? আমি সাধারণ একজন প্রযুক্তি প্রেমিক হিসাবে
বলব। এটা সাধারণ ভাবে আরো শক্তিশালী ও দৃঢ়ভাবে তৈরী করা সম্ভব। প্রয়োজনে এর জন্য একদল
দক্ষ কারিগর তৈরি করে নেয়া যাবে যারা কিনা একস্থান হতে অন্য স্থানে গমন করে খাম্বা
তৈরি করে দিবে। তবে হয়তবা ফিনিশিং এর দিক দিয়ে একটু পিছিয়ে পড়তে পারে। তবে ফিনিশিং
তেমন জরুরী নয়। উৎপাদন খরচ ও বিতরণ ব্যবস্থা গতিশীল করাটা জরুরী। খাম্বা পিলার স্থানীয়ভাবে
তৈরি করাটার আইডিয়ার প্রথম কারণ কাঁচামাল চারিদিকে পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও
শুধুমাত্র ফিনিশিং এর জন্য চারভাগের একভাগ উৎপাদন খরচ যাতায়াত হিসাবে ব্যয় করারটা যুক্তিযুক্ত
নয়। তবে কেভি লাইনের বড় বড় পিলার পরিকল্পনা না করে ২২০ ভোল্টের সিঙ্গেল লাইনের পিলার
কম উঁচুগুলি অতি সহজেই স্থানীয়ভাবে তৈরি করাটা আর্থিকভাবে সাশ্রয়ী। এগুলোকে সাধারণত
ফিডার লাইন বলে। ফিডার লাইনের পিলার স্থানীয়ভাবে তৈরি করাটা সহজ ও সাশ্রয়ী হতে। তারজন্য
শুধুমাত্র কিছু সংখ্যক মিস্ত্রিকে দক্ষ করে নিতে হবে। যেন তারা গ্রামে গঞ্জের যে কোন
পরিবেশে গিয়ে পিলার তৈরি করে নিতে পারে। ২০১৫ সালে যখন গ্রামে গঞ্জে মিস্ত্রিরা ৩/৪
তলা দালান অবলীলায় তৈরি করে ফেলছে এক্ষেত্রে তাদের দিয়ে ২৫/৩০ ফুট পিলার তৈরি বড় কোন
বিষয় নয়। আর একবার স্থানীয়ভাবে তৈরি পিলারের আর এন্ড ডি শুরু হলে তা ক্রমাগত উন্নয়নের
দিকে অগ্রসর হতে থাকবে। স্থানীয়ভাবে পিলার তৈরির জন্য বিভিন্ন ছাচ বা খাঁচা ক্রমাগত
উন্নয়ন হতে থাকবে। ২০১৫ সালে পল্লি বিদ্যুৎ একটা সাধারণ মাপের খাম্বার দাম হল ১০৩০০
টাকা আর তার পরিবহন ব্যয় হল ২৫০০ টাকা। তাই দেখা যায় সর্বমোট ১২৮০০ টাকা দিয়ে ফ্যাক্টরির
সরবরাহকৃত পিলার বা খাম্বার দাম পড়ে। ফলে এর থেকে ভাল কিছু এই দামে স্থানীয়ভাবে তৈরি
করা সম্ভব হবে।
পিলার স্থানীয়ভাবে তৈরি হলে পিলার প্রাপ্তির
জন্য যে দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয় তার লাঘব হবে। পিলার সহজে পাওয়া গেলে বৈদ্যুতিক
সংযোগ অনেক দ্রুত হবে। অনেক সময় পিলার নষ্ট হলে বা ভেঙ্গে গেলে নতুন পিলার আনতে সময়
লাগে। এতে গ্রাম অঞ্চলের গ্রাহকরা সপ্তাহ বা মাসাধিকাল পিলারের জন্য অপেক্ষা করতে হয়।
যদি স্থানীয়ভাবে পিলার তৈরি করা যায় তবে নির্ধারিত মিস্ত্রীরা দুই তিনদিনের মধ্যে পিলার
তৈরি করে সংযোগ দিতে পারবে। এভাবে পুরো ব্যবস্থাপনা অত্যন্ত গতিশীল হবে। ফ্যাক্টরিতে
পিলার তৈরি করে তা বড় বড় গাড়ীতে সরবরাহ করার চেয়ে গ্রামে গঞ্জে ছোট ছোট মিস্ত্রী দ্বারা
কুটির শিল্প সৃষ্টি করা হলে গ্রামে গ্রামে পিলার তৈরির ছোট ছোট শিল্প গড়ে উঠবে এবং
স্থানীয় মিস্ত্রীদের আয় রোজগারের জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।
২০১২ ও ২০১৩ সালে আমার জাতিসংঘ শান্তি রক্ষী
মিশনে কঙ্গোর বুনিয়া শহরের বিদ্যুৎ বিতরণের পাইলন গুলো দেখে আমি একটু অবাক হয়েছিলাম।
আনুমানিক ২০/২৫ ফুট উঁচু তারা বৈদ্যুতিক পিলার তৈরি করেছে বিভিন্ন মাপের পাইপ ও এঙ্গেল
ঝালাই করে। রেল রাস্তার লোহার লাইন গুলো। ট্রাকের লম্বা লোহার কাঠামো ঝালাই করে তৈরি।
অর্থাৎ বৈদ্যুতিক পিলার গুলো স্থানীয় ভাবে সংগ্রহ করা একেকটি একেক রকম। পিলার কোন সৌন্দর্য
দিতে পারছে না। তবে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হচ্ছে না। সেখানকার প্রতিবেশী দেশ হতে
পিলার আনতে যে খরচ তা হয় সে খরচ হয়ত বা তাদের বাজেটে বরাদ্ধ নেই তাই এই ব্যবস্থা। আবার
গরীব দেশ হওয়ার কারণে তাদের জননিরাপত্তা নিয়ে কেউ চিন্তা করে না। এর ফলে যেন তেন পদ্ধতিতে
বৈদ্যুতিক লাইন টানা হচ্ছে। আমার এ পরিকল্পনায় বা আইডিয়ায় প্রথমত বোদ্ধারা নিরাপত্তার
বিষয়ে ও মান নিয়ন্ত্রণ নিয়ে বাগড়া দিবেন। যতই বাগড়া দেন, এই মান নিয়ন্ত্রণ আমার পরিকল্পনায়
অবশ্যই রক্ষা করা হবে। মূলত: স্থানীয়ভাবে ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রীরাই তাদের তৈরিকৃত
পিলারের মান নিয়ন্ত্রণ করবে। যেমনভাবে হাটে বাজারে গ্রামে ও গঞ্জে স্থানীয়ভাবে ঘরের
পিলার টয়লেটের রিং তৈরী করে তেমনি স্থানীয়
পিলার তৈরি আমাদের বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার
বিশ্বাস। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি স্থানীয়ভাবে কর্ম সংস্থান বৃদ্ধি পাবে।
------------------------------------------------------------------------------------------------------
Mohammad Hossain' via Ex-cadets'89
Dosto Tareq,
------------------------------------------------------------------------------------------------------
Mohammad Hossain' via Ex-cadets'89
Dosto Tareq,
It sounds like you have lot more projects idea which yet to share with us. Why don't you come to our next get together after Eid ul Azha (date and time yet to declared) to share all your projects profile.
In another note did you saw any mail in ExCadet'89 group what I sent out stating to build foundation among ourselves. As you are doing research on various issues, so you can do a comprehensive home work and let us know the future consequences (only ExCadet'89 group) on ExCadet'89 Foundation to help on emergency issues among us. Hope to see you soon.
Keep continue sending your new ideas.
Cheers,
Zakir
-------------------------------------------------------------------------------------------------------------------
'shahidul Islam' via Ex-cadets'89
Very good idea. Eagarly waiting to learn.
Shahidul/PCC
|
No comments:
Post a Comment