জীবনের হিসাব নিকাশ যেকোন সময় মৃত্যু নিকটবর্তী হলেই তা
শেষ হয়ে যায়। আমাদের জীবনে আমরা আমাদের সফলতার
মাপকাঠিগুলো
নিজ নিজ মত করে চিন্তা করি। এটা অবশ্যই
ভাল দিক। কারন আমরা যত
বেশী নিজের সফলতা নিয়ে সন্তুষ্ট থাকব ততবেশী আমরা কম অস্থির হব। যে কোন মানুষ
চায় উতপাদনশীল কোন কাজ করতে। কেউ যখন কোন
চাকুরি করে তখন তার মাথায় সব সময় চলতে থাকে কিভাবে সৃজনশীল
কাজ করা যায়। তাই দেখা যায়
বেতন ভাতার সাথে সম্পর্ক না থাকলেও আমরা কিছু কিছু কাজ করি। কেউ ছবি আকে, কেউ গান করে,
কেউ আমার মত লেখালেখি
করে, কেউ নিন্মান কাজ করে ও কেউ বাগান করে। এভাবে যে কেউ কোন কাজে নিয়োজিত হলে তিনি সব সময় যে আর্থিক
লাভ পাবেন তা কিন্তু নয়। বেশীর
ভাগ ক্ষেত্রে মনের আর্তি ও আকুতি থেকে
কাজগুলোর সৃস্টি হয়।
তবে কেউ যদি তার পছন্দ আর কাজ একসাথে মেলাতে পারেন তাহলে সাফল্য ধরে রাখা যায় না। আমাদের বেশীর ভাগই তার আগ্রহ ও দক্ষতার ক্ষেত্রগুলোতে কাজ করতে
বা যোগাড় করতে ব্যর্থ হয়। তাই সফলতা ও
সাথর্কতা একদম নাই বলা যাবে না। কেউ হয়তবা নিজে সফল হয়েছেন কিন্তু সন্তানে সফল হয়নি। স্ত্রীর সাথে ভাল সম্পর্কে সফল নয়। প্রতিবেশী ও অন্যান্যদের সাথে সুনামে ছিলেন না। তাই সফলতার সঠিক সংঞ্জা আমার মনে হয় দেয়াটা
কঠিন। আমরা সফল বলতে
যা বুঝি তা হল আর্থিক সফলতা ও মর্যাদায় সফলতা। যদি অর্থ সফলতার একমাত্র নিয়ামক হত তবে আমাদের বিশাল সম্পদশালীদের সন্তানদের আত্মহত্যা কথা শুনতে হত না। আমার ব্যক্তিগত মতামত থেকে একটা ছক বানিয়েছি । এ ছক থেকে আপনি আপনার
সফলতার একটা দৃশ্যমান ধারনায় যেতে পারেন। প্রতিটি ছকে নম্বর দিয়ে বা গ্রেডের মাধম্যে
বের করতে পারেন আপনার সফলতার একটা ধারনা। গ্রেডগুলো হতে পারে ভাল, সন্তোষজনক
ও মন্দ। এটা মুলত আত্মসন্তুস্টির
একটা ছক। এটা আপনাকে
সন্তুস্ট হতে সহায়তা দিবে। আমরা অধিকাংশ
পদবী,
র্যাংক, মর্যাদা ও অর্থিক সফলতা না পেলে এতই বিমর্ষ
হয়ে যাই তখন সত্যিই মনোযাতনা শুরু হয়ে যায়। মনে হয় জীবন বিফল হল। বিফলতা এত সহজ
নয়। প্রতিটি পজিটিভ কাজ সফলতার সাথে করাই
আমাদের জীবনের সফলতার বিন্দু বিন্দু অর্জন। মনোবিজ্ঞানীরা
আরো ভাল বলতে পারবেন। আপনি পদবির
বা অর্থে শিখরে আরোহন করতে না পারলেও পরিবার ও অনান্য ক্ষেত্রে সফলতা আপনাকে এ ধরনের ভিজুয়াল হিসাব নিকাশ আপনাকে সন্তুস্টি
দিবে এবং আপনার মানসিক অস্থিরতা থেকে মুক্ত করবে। আমি যে ছকটি দিয়েছি আপনি লজিক্যাল ভাবে আরো ছক বাড়াতে পারেন। আমার ছকে নাই অনেকে যোগ করতে পারেন
বিদেশ ভ্রমন ও হজ্জ করা। আবার ধর্মীয়
কার্যক্রমের ছক দিতে পারেন। বাড়ি করা, গাড়ী করা ও কোম্পানীর
মালিক হওয়া। মিডিয়াতে সফলতা
পাওয়া। পরিশেষে বলব যতবেশী পজিটিভ গ্রেড ততবেশী আপনি সফল। সফলতার সংঞ্জার অনুভুতি আবার ভিন্নতায় যেতে পারে। কৃষকের ছেলে
কৃষক না হয়ে সরকারী পিয়নের চাকুরী পেলে নিজেকে সফলতার তালিকায় চুড়ান্ত মনে করতে পারে। আবার পিয়নের ছেলে ম্যাজিস্ট্রেট হতে পারলে তার অবস্থানে সে সফল। প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট না হয়ে নামকরা মিডিয়া কর্মী হলে
তা এক ধরনের সফলতা। আবার অনেকে
চাকুরী জীবনে দামি দামি গাড়ী হাকিয়েছে বা দামী বাড়ীতে থেকেছে। অবসর জীবনে দেখা গেল তার কিছু নাই বা দেখার কেউ নাই। বৃদ্ধ বয়ষে এরুপ বাটে পড়লে তাকে কি ব্যর্থ বলা হবে। আমার মনে হয় অবশ্যই না। সফলতা সামগ্রীকভাবে
ব্যাপক ও বিশাল ক্ষেত্র।
জন্মের পর মৃত্যু
এই দুইটি সময়ের মাঝে আমাদের যে সময় তাই জীবন। জীবন ক্যালকুলেশনে ছকটি পূর্ন করে
আপনি সফলতা যাচাই করতে পারেন(নিজের ছকটা আন্দাজে পুরা করলাম উদাহরন হিসাবে)।
ক্রম
|
সফলতার বিবরন
|
নিজ
|
স্ত্রী
|
সন্ত১
|
সন্ত২
|
সন্ত৩
|
১।
|
বিকলাংগ না হয়ে সুস্থভাবে জন্মগ্রহন
|
ভাল
|
||||
২।
|
স্কুল শুরু করা
|
ভাল
|
||||
৩।
|
প্রাইমারী স্কুল শেষ করা
|
ভাল
|
||||
৪।
|
জুনিয়র স্কুলিং শেষ করা
|
ভাল
|
||||
৫।
|
এসএসসি অতিক্রম
|
ভাল
|
||||
৬।
|
এইচএসসি অতিক্রম
|
ভাল
|
||||
৭।
|
সফলতার সাথে টেকনিক্যাল ও অনান্য উচ্চশিক্ষা সম্পন্ন
|
ভাল
|
||||
৮।
|
সফলভাবে ও যোগ্যতা অনুসারে চাকুরী প্রাপ্তি
|
ভাল
|
||||
৯।
|
উপযুক্ত জীবন সংগী পাওয়া
|
সন্তোষজনক
|
||||
১০।
|
এক বিয়ে ও স্বামী স্ত্রীর তৃপ্ত জীবন
|
সন্তোষজনক
|
||||
১১।
|
সুস্থ ও সবল সন্তান জন্ম দেয়া
|
ভাল
|
||||
১২।
|
৪০ বছর পযর্ন্ত নি:রোগ জীবন যাপন
|
ভাল
|
||||
১৩।
|
পেনসনের পূর্বে আশানুরুপ পদবী, খ্যাতি অর্জন অথবা ব্যবসায় সফলতা
অর্জন
|
ভাল
|
||||
১৪।
|
সুস্থ ও সন্মানের সাথে পেনসনে আসা ও ব্যবসা গুছিয়ে নিয়
উত্তরোধিকারীকে হস্তান্তর
|
ভাল
|
||||
১৫।
|
পেনসন পরবর্তী মনোমত জীবন ধারন
|
ভাল
|
||||
১৬।
|
বৃদ্ধ জীবনে নিকটাম্মীয়ের সহায়তা পাওয়া
|
মন্দ
|
||||
১৭।
|
বৃদ্ধ জীবনে চিকিতসা,থাকা ও খাওয়ার সংগতি
|
ভাল
|
||||
১৮।
|
স্বাভাবিক/অকাল/অপমৃত্যু
|
মন্দ
|
No comments:
Post a Comment