মনে করুন, আপনি একটা চমৎকার
গাড়ী তৈরি করলেন। গাড়ীটি পরিবেশ বান্ধব। আপনি পরিবেশ রক্ষার আন্দোলনে নিয়োজিত
প্রাণ। আপনি জানেন আপনার গাড়ীটি পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ী,
গতিতে সেরা, কমফোর্ডে সেরা, নিরাপত্তায় সেরা,
মূল্য প্রতিযোগিতামূলক। আপনার গাড়ীর প্রিঅর্ডার
অনেক। আপনি নিশ্চিত বছরের পর বছর বছর আপনি ব্যাপক উৎপাদন করতে পারবেন। আপনার অর্থ
যোগান দাতার অভাব নেই। তারপরও কি আপনি এর প্যাটেন্ট উন্মুক্ত করবেন।
এমনই একটি পাগলামি পৃথিবীর ৮৩ তম সেলফ মেইড বিলিয়নিয়ার আমেরিকার তেসলা কার
কোম্পানির সিইও ইলন মাস্ক তেসলা কারের প্যাটেন্ট উন্মুক্ত করে দিয়েছেন। তার
বক্তব্য পৃথিবীর কার্বন নি:স্মরণ ভয়াবহ অবস্থায় আছে। তার কোম্পানি প্রতি বছর পাঁচ
লক্ষ কার উৎপাদনের ক্ষমতা অর্জন করবে ২০১৭ সালে। এতে সারা পৃথিবীর তৈলের গাড়ীর হয়ত
৫ ভাগও সে প্রতিস্থাপন করতে পারবে না। অথচ তৈল চালিত গাড়ী দিনকে দিন বেড়ে চলেছে।
তাই সে ঘোষণা দিয়েছে যে কেউ তার গাড়ী অনুকরণ করে তৈরি করতে পারে। তার একটাই লক্ষ্য
তার কোম্পানির লাভ নয় বরং পৃথিবীর কার্বন নি:স্মরণের পরিমাণ কমে যাক। আমার কাছে
মনে হয় এটা বিরল ও মহান মানসিকতা। মাইক্রোসফট, এ্যাপল ও পৃথিবীর জায়েন্ট কোম্পানি তাদের প্যাটেন্ট উন্মুক্ত করে দেয়নি।
কোম্পানির টিকে থাকার জন্য এটা অত্যাবশ্যক। কিন্তু ব্যতিক্রম ধর্মী ইলন মাস্কের
বক্তব্য আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন তা হতে হবে বাজারের সকল প্রচলিত প্রোডাক্টের
সেরা। অল্প সেরা হলে হবে না। তা হতে হবে দীর্ঘ দিনের জন্য সেরা। এতে আপনার
বিঞ্জাপনে টাকা খরচ করতে হবে না। বিঞ্জাপনের টাকার আরএন্ডডি ও মূল্য কমানোর কাজে
ব্যবহার করা যাবে। কোন বিঞ্জাপন ছাড়াই সারা পৃথিবী ব্যাপী তার কারের ব্যাপক চাহিদা
সৃষ্টি হয়েছে। শত শত ভলান্টিয়ার ইউটিউবে তার কারের আপডেট দিচ্ছে।শত শত নিউজ মিডিয়া
তাকে নিয়ে ব্যস্ত। তাই বিঞ্জাপন না দিলেও বেস্ট প্রডাক্টের কারণে তার পক্ষে লক্ষ
লক্ষ মানুষ তার প্রডাক্টের প্রচারণা করে দিচ্ছে। তার গাড়ী বিক্রয়ে মধ্যসত্ব ভোগী
নেই। সবাই অনলাইনে অর্ডার দিচ্ছে। তার প্রতিনিধি হোম ডেলিভারি করছে। কোন প্রডাক্ট বিক্রিতে এটা একটা যুগান্তকারী
ধারনা। এজন্য আমেরিকার বেশ কিছু প্রদেশের কার ডিলাররা তাকে বয়কট করেছে। তার
বক্তব্য পরিষ্কার। ডিলার নিয়োগ করলে কারের দাম বেড়ে যাবে। দামটা মধ্যবিত্তের নাগালের মধ্যে
রাখতে ডিলার নিয়োগ করা যাবে না।
এ্যাপলের গাড়ী কোথায় তৈরি হচ্ছে কেউ জানে না। অথচ ইলন মাস্ক তার গিগা
ফ্যাক্টরির কর্মকাণ্ড সবাইকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে দেখাচ্ছে। কোন গোপনীয়তা নেই। প্যাটেন্ট উন্মুক্ত করার
কারণ সে জানে তার গাড়ীটা সেরা গাড়ী। তার
আরএন্ডডি টীম নতুন নতুন মডেল তৈরি করতে থাকবে। তার উন্নয়ন থেমে থাকবে না।
তার আরএন্ডডি শুধু তার কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়। সারা পৃথিবীর যে কেউ তাকে
আইডিয়া দিতে পারে এবং বাছ বিচার করে সেরা আইডিয়া সে উচ্চমূল্যে গ্রহণ করছে বা
গ্রহণ করতে প্রস্তুত। এহেন চেলেঞ্জিং মানসিকতার ব্যক্তিরাই প্যাটেন্ট উন্মুক্ত
করার ঘোষণা দিতে পারেন। আমার এক ক্যাডেট কলেজ বন্ধু ছিল সে শুধু তার নোট সবাইকে
দিত আবার পুনরায় নতুন নোট বানাত। সে বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল। তার
নোট সবসময় পরিবর্তনশীল ছিল। ইলন মাস্ক আইডিয়ায় ভরপুর ব্যক্তি সে ভাল করেই জানে তার
প্যাটেন্ট উন্মুক্ত করলেও তার আরএন্ডডি এত শক্তিশালী তার উন্নয়নের সাথে অন্যরা
টেক্কা দিতে পারবে না। সবচেয়ে বড় বিষয়টি হল সে পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য
নিবেদিত প্রাণ। পৃথিবীর কার্বন নি:স্মরণ কমানো তার ধ্যান ও জ্ঞানে বিদ্যমান। তাই
তার গাড়ী নকল করে লক্ষ লক্ষ পরিবেশ বান্ধব গাড়ী তৈরি হোক সেটা সে মনে প্রাণে
চাইছে।
টেসলা গাড়ী কিনলে আমেরিকার যে কোন স্থানে বিনা খরচে টেসলা সুপার চার্জার
স্টেশন থেকে সারা জীবন গাড়ী বিনা খরচে চার্জ করা যাবে। এ ধরনের সুবিধা দেয়ার
মানসিকতা সাধারনত কোন ব্যবসায়ীর হবে কিনা বলা দূষ্কর। সারা জীবনের দায়িত্ব নেয়া।
সত্যিই বিশাল ব্যাপার।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় ইলন মাস্কের এ ততপরতায় আমরা
সাধুবাদ জানাতে পারি। এরুপ আরো কিছু মানুষ পরিবেশ রক্ষায় নিবেদিত প্রান হলে
পৃথিবীটা আরো বেশী সুন্দর হত।
No comments:
Post a Comment