আমার আকাশ
ছোঁয়ার ইচ্ছে ছিলনা কখনো। আমার ইচ্ছে গুলো অন্য দশজন থেকে আলাদা। এ ইচ্ছেগুলোর
মধ্যে নেই দামী গাড়ী, বিলাসবহুল বাড়ী ও
বিলাসবহুল খাদ্য গ্রহণ। আমি নন এসি বাসে যেমন আরামে ভ্রমণ করতে পারি, তেমনি মা বাবার গ্রামের টিনের ঘরে একই আরামে ঘুমোতে পারি, দামী হোটেলে যেভাবে খেতে পারি
তেমনি আমার গ্রামের গরীব আত্মীয়ের বাড়ীতেও তেমনি তৃপ্তিতে খেতে পারি। আমার
স্বভাবগত এ ধরনের ভিন্নতা আমার স্ত্রীর চোখে আরো প্রকট হয়ে ধরা পড়ে। এবং সব সময়
একটা কথা বলে “তোমার প্রেস্টিজ জ্ঞান একদম নেই। যেখানে
সেখানে খেতে পার, যেখানে সেখানে থাকতে পার” “গাড়ী” আমার কাছে যাতায়তের বাহন
প্রেস্টিজ ইস্যু নয়। যেন তেন নিরাপদ ও ত্রুটিমুক্ত বাহন হলেই চলে। আমি প্রায় ৯৫% সহকর্মীর সাথে
আলোচনায় জেনেছি তারা ও সমাজ বিশ্বাস করে গাড়ী স্ট্যাটাসের প্রতীক এটা দামী হওয়াটা
বাঞ্চনীয়। অথচ আমার ভাবনাটা সকলের চেয়ে আলাদা। আমি সচরাচর ১০ মিনিট হাটার রাস্তা
হলে কখনোই গাড়ী ভ্রমণে আগ্রহী নই। এতে অবশ্য আমার ওবিস পরিবার আমার উপর ক্ষেপে যায়। সবাই যাচ্ছে গাড়ীতে তুমি
আমাদের হাঁটিয়ে নিবে কেন। আমি বুঝতে পারি এখানেও আমি অন্যদের থেকে ব্যতিক্রম। আসলে
প্রেস্টিজটা সাংঘাতিক জিনিস এতে ৫০ গজ দূরে মসজিদে
বা ৫০ গজ দুরে অফিসে যেতে হলেও পাইক পেয়াদাসহ গাড়ীতে না গেলে প্রেস্টিজ কমে যাওয়ার
সম্ভাবনা আছে। আবার লোকবলসহ গাড়ীটা বাসার সামনে আধ ঘণ্টা দাড়িয়ে না থাকলে এবং
সকলের দৃষ্টিগোচর না হলে প্রেস্টিজ বাড়ে না এবং ক্ষমতাধর প্রমাণিত হয় না। অথচ
বোকার মত আমি চিন্তা করি কেবল চুরি করলে আর অনৈতিক কাজ করলে প্রেস্টিজ পাংচার হতে
পারে। আমার এ ধারনাটা সত্যি ভুল। কারণ সমগোত্রীয় থেকে ভিন্নতর সাধারণ জীবন যাপনেও
প্রেস্টিজ পাংচার হতে পারে। যা অন্য কর্তা ব্যক্তিদের তুলনায় সাদামাটা জীবনযাপনে
আমি সে পাংচারটা করে যাচ্ছি। চুরি বা অনৈতিক কাজের সাথে প্রেস্টিজের সম্পর্ক নেই।
প্রেস্টিজ হল লৌকিক বিষয় এর সাথে মূলত: টাকা ও ক্ষমতার সম্পর্ক। চুরি করে অর্থ
বানিয়ে প্রেস্টিজটা বরং আরো বাড়ানো যায়। শুধু জানতে হবে প্রেস্টিজ বাড়ানোর টেকনিক।
আমাদের সকলকে দিনরাত প্রেস্টিজ রক্ষার্থে
এত কষ্ট করতে হয় যা আমাদের সৃজনশীলতা বা উৎপাদনশীলতাকে ব্যাপকভাবে হ্রাস করে থাকে।
ক্যাডেট কলেজে পড়ার সময় চিন্তা করতাম “জনকল্যাণ
মূলক” কাজ করব। তখনও আমার এই ফানি টাইপ চিন্তা ভাবনায় অন্যদের হাসির খোরাক হতাম।
অতঃপর চাকুরী-কালীন সময় দেখলাম আমার মানুষের প্রতি দয়ালু আচরণ আর ভাল ব্যবহার আমার
চরিত্রের দুর্বলতর দিক হিসাবে আমার ঊর্ধ্বতনদের কাছে চিন্থিত হচ্ছে। তবে কিছু
সংখ্যক সুবিধাবাদী ব্যতীত আমার দয়ালু গুনটির জন্য অন্যান্য অনেক মানুষের ভালবাসা
পেয়েছি ও পাচ্ছি।
চাকুরীজীবনে “কর্তা ভাব” ও “আওয়াজ দিয়ে”
চলতে না পারায় প্রেস্টিজ রক্ষা করাটা দূরহ হল। তখন ভাবনার জগতে “হাজি মো: মহসিন টাইপ” কাজগুলি
করার ইচ্ছে জাগল। দাদা কৃষক হওয়ার বদৌলতে গ্রামে অনেক আত্মীয়কে যাকাত ও দান করার
মহা উতসব শুরু করলাম। যা হোক সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। এখন প্রেস্টিজের আরেক
যুদ্ধে পরে গেলাম। চারপাশে অনেকেই বিদেশ যাচ্ছে । সন্তান ও পরিবার বিদেশ যেতে চায়।
এখানেও আমি অন্যদের থেকে আলাদা। নয়ত আমার মাথায় কেন আসবে চিকিৎসা ছাড়া বা কর্ম ছাড়া
বিদেশ যাওয়াটা অপচয়। আমি আনন্দ ভ্রমণের টাকা দিয়ে আমার একটি দরিদ্র আত্মীয়কে
সচ্ছলতা দিতে পারি। আমার টাকায় আমি নিজ আনন্দ ভ্রমণে যাব সেটাই স্বাভাবিক। আমি
জানি অনেক পরহেজগার লোকও আমার মত স্বীয় স্বার্থ বিরোধী চিন্তা করবে না। এধরনের
ভ্রমণ শেষে আমার স্ত্রী ও বাচ্চারা তাদের প্রতিবেশীদের কাছে প্রেস্টিজটা কত বাড়াতে
পারত। অথচ এখানেও আমি বাগড়া দিচ্ছি। ইউরোপিয়ান দেশের মত আমার সন্তানরা যদি কাজ করে
পয়সা জমিয়ে বিদেশ যেতে পারত সেটা ভাল হত। অবশ্য কোচিং চালানো বা টিউশন করিয়ে আমার
সন্তানরা কিছু উপার্জন করতে পারে তবে আমি উৎসাহিত করব। কারণ নিজে উপার্জন করার
অভ্যাস করা ভাল। নিজের উপার্জনে নিজের শখ মিটানো অত্যন্ত আনন্দদায়ক। যা আমি
ইন্টারমিডিয়েট পরীক্ষার পর কিছুদিন টিউশনি করে সে আনন্দটা পেয়েছি।
আমার ইচ্ছের
সাথে আমার অর্জনগুলো কখনই এগিয়ে যায়নি। কারণ, আমার ইচ্ছেগুলো কখনোই অন্য দশজনের মত ছিলনা এগুলো ছিল ব্যতিক্রম। এখনও
আমি মনে প্রাণে চাই আমার সন্তানগুলো যেন আমার স্ত্রীর মত বাস্তববাদী হয়। অন্যথায়
এদের জীবন আমারই মত ব্যর্থতায় কাটতে পারে।
তবে আমি সম্পূর্ণ নিরাশাবাদী নই আমার
স্বপ্নগুলো নিয়ে। শুধু কষ্ট পাই, আমার চিন্তা
চেতনা আর দশটা স্বাভাবিক মানুষের মত হলে আমার প্রফেশনাল ও আর্থিক দুই দিকেই অনেক
অনেক বেশী উন্নতি করতে পারতাম। আমি ঠিক জানিনা কবে কিভাবে আমার ইচ্ছের কাজগুলো করতে পারব।
আমার
ইচ্ছেগুলো শেয়ার করলাম:
১। মানব
সভ্যতা রক্ষাকারী সবুজ আন্দোলনে অংশ নিতে পারা (যেমন: রাসায়নিক ব্যবহার বিহীন কৃষি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ,জলবিদ্যুৎ ও ফসিল জ্বালানীর সাশ্রয়ী ব্যবহার)।
২। বিবেকের
শক্তিতে দৃঢ় মানব সমাজ গড়ে তোলার কাজে সহযোগিতা করা।
৩। অবহেলিত
ও বঞ্ছিতদের আর্থিক সহযোগিতা করা (গ্রিন শক্তি ব্যবহারে জীবিকা তৈরি,কম্পিউটার ব্যবহার বা অন্য কোন কারিগরি কাজ শিখে
বেকারত্ব দূরীকরণ)।
এখন আমার চাকুরী-কালীন
সময় হয়ত ইচ্ছে গুলো থাকবে লেখনীতে ও পরিকল্পনায়। হয়তবা কিছু কিছু শুরু করতে পারব।
এতে যে আর্থিক সংশ্লিষ্টতা আমার প্রয়োজন তাতে আমার সন্তানদের খরচের স্বাচ্ছন্দ্যের
সীমাকে সীমিত করে কষ্ট দিতে হবে। তাদের উত্তরোধিকারের সম্পদ সীমিত করতে হবে। তবুও মহত ইচ্ছেগুলো বাস্তবায়ন না
করলে আমি যে আমার মনকে প্রবোধ দিতে পারব না। কারন আমি আর দশটা মানুষের মত
স্বাভাবিক চিন্তাধারার নই। আর কষ্টের মধ্যে সন্তানরা মানুষ হলে তারা মাটি ও
মানুষের কাছাকাছি থাকবে বলেই আমার ধারনা। এখানেও আমার চিন্তাগুলো অন্যদের থেকে
আলাদা। দীর্ঘ ৪৩ বছরে আমার ভাবনা চিন্তাগুলো আর দশজন স্বাভাবিক মানুষের মত করতে
পারিনি। তা আর পরিবর্তনের
চেষ্টা না করে ইচ্ছেগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াটাই ভাল। হয়তবা আর্থিক সংকটের
ভয়াবহ চ্যালেঞ্জ গ্রহন করতে হবে। সকলের দোয়া চাই।
Comments and Opinion sent via Group Mail
on this Write Up
Akbar' via রজত বন্ধন
Sarkar.....
Kothin...... Philosophy ... Why didn't u write that
earlier...
Dosto... Do u mind if I dedicate this article to Arik....
Akbar...
Sent from my iPhone
Keep moving friend, Tareq.
Rahat Zaman
Very honest, humane thoughts and well articulated, Tareq.
My father served in the army for 35 years and I remember he went
through the same challenges, high walls of obstructions but always with a
positive motivation and courage. Being his eldest child I pretty much saw my
parents hardship, sacrifice to raise three of their children. Trust me it was
hard and there was no UN missions either. :-)
Keep it up my friend.
Wish you all the best.
Salam and cheers
Rahat (MCC)
San Francisco, California
Keep it up
Sent from my iPhone
Sent from my iPhone
Mohammad
A Rahman
Tareq, I must
appreciate that your words are a wonderful presentation of inner feelings. I
believe they are very much alike with the thoughts of many others. Keep
moving.
Arif/MCC
Dr.
Wazed Ali
Carry on, Dosto. Almighty Allah be always with you. / Wazed/
CCR9
Masum
Rashed Kazi
Dear
Tareq,
Accept
my salute. Good to know you as one of those few who have not forgotten
the source of food that we were fed in our student life and one of fewer who
tries to repay the debt.
অন্যদের থেকে আলাদা...বেতিক্ক্রম ইত্যাদি বার বার আসাটা বাদে ঠিক আছে.........
নুরুজ্জামান
ZAMAN
Dosto
Alhamdulillah osadharon . Musa (asm) doa korten Allah SWT amake bhao kisu korara sugug dao . Pray to him he will make it possible inshallah.
I follow you my prayer remains.
Alhamdulillah osadharon . Musa (asm) doa korten Allah SWT amake bhao kisu korara sugug dao . Pray to him he will make it possible inshallah.
I follow you my prayer remains.
With
warmest salams
zmn-arty
zmn-arty
send
from SYMPHONY
Ahmed Abu Insaf
Dear Sarkar,
I Love your writing ...
But I hate your public display of "Fristration" ...
We all chose our way - good, bad, ugly or whatever, you do not have the right to judge ... That makes me and I am sure many others Angry !
I Like your dream for bigger and more meaningful life...
Regards, A Insaf
I Love your writing ...
But I hate your public display of "Fristration" ...
We all chose our way - good, bad, ugly or whatever, you do not have the right to judge ... That makes me and I am sure many others Angry !
I Like your dream for bigger and more meaningful life...
Regards, A Insaf
Insaf...
Take
that easy..... Sarker is practicing to write which he explained earlier
as well....
Mane bolte chai : topic tato kharap Lekhe nai...
Sarker joto tuku lozza dieche tar cheye beshi tui Sarker ke
lozza dili...
R Sarker : before publishing any article in course mail get that
vetted
By me 1st...,
By me 1st...,
Akbar...
Sent from my iPhone
Asif Reza
Sharkar
Cheer up dosto. It was
gr8 to know u better with this write up. May Allah help u fulfill your dreams.
Asif Reza
sayeed
mahmudul hasan' via রজত বন্ধন
অনেক দিন পর কোর্স মাইল গরম হইল। সরকার তুই এই রকম আরও একটা ছাড়।
লেখার সমালোচনা না থাকলে লেখক হওয়া যায় না। তুই লেখে আনন্দ পাবি আর আমরা সমালোচনা করে আনন্দ পাব।
এভাবেই তুই একদিন বিশিষ্ট লেখক হবি আর আমরা লেজ বিশিষ্ট সমালোচক হব.....................
Sayeed Mahmudul Hasan
Dear Insaf
I love your writing
............and Sarkar's as well. কি করি বল তো? এইটা তো পোডিয়াম ~ গ্যালারী হয়ে গেল........................!
Sayeed Mahmudul Hasan
Shahriyar
Dear course mates,
First of all, I liked Sarkar's writing.. Second of all, I liked
other comments from course mates as well. Last but all, I think, every body
liked everybody's opinion if not publicly; definitely secretly. That's why we r
course mates. Cheers to everyone.
Shahriyar.
What a philosophy???? by shahriyar8453. I liked
ur openion. Toree diya hobee.......chalaia ja.
Cheers.....
Cheers.....
Md Ashraful Islam
What you do it must be logical,practical and as your heart
desires.Be fine.kind regards ashraf
'salahuddin' via রজত বন্ধন
Onak din pora litachi......
Saifullah belal ki jane..........Saifullah saharier er moner
abosta
Saifullah
Belal
Part of
life. Shob iccha puron hoy na as sarkar said. Alhamdulillah for iccha puron so
far.
A,.M.M. shahnewaz'
via BCC Excadet89
This is how we should lead our life..but can,t. I firmly believe
, if not 100% for today , this ideology brings a little change to a three
single pers today, then spread over more three pers and so on and will bring
change to all. Let us be real human being.
A,.M.M. shahnewaz'
via BCC Excadet89
tarek, tor
matha kharap hoise,egula kono sutho chinta na,tor pcychiatrist dekhano darkar.
moinul261' via BCC
Excadet89
Masum
thik koichosh
No comments:
Post a Comment