Pages

Tuesday, June 30, 2015

আইন যতো আইন ( Law All Law)

আমি বিজিবি সার্চ দিতে গিয়ে হঠাত একটা ব্যক্তিগত ভাবে নির্মিত ওয়ার্ডপ্রেসের ব্লগ সার্চে আসে।
ঠিকানা নিন্মরুপ:


মজার বিষয় হল এতে এমন কোন আইনী রেফারেন্স নেই যা কিনা পাওয়া যাবে না। আমি একটি অবাক হয়েছি সেনা আইন আর বিজিবি আইনটি পেয়ে। কিন্তু ব্লগে তা আপলোড করেনি বরং লিংক করেছে। যে লিংকটি এসেছে বাংলাদেশ সরকারের আইন মন্ত্রনালয়ের ওয়েব সাইট থেকে। আমি সামরিক আইন বা এমবিএমএল ওয়েব সাইটে পেয়ে অবাক হয়েছি।



বিজিবি আইন ২০১০ ও আইন মন্ত্রনালয়ের ওয়েব সাইটে উন্মুক্ত আছে। সে যাক গে সেনাবাহিনীর কোন অপরাধে কি সাজা এটা সিভিলিয়ানরা জেনে যাচ্ছে। লাভ ক্ষতি জেনে লাভ নেই কারন সরকারের আইনমন্ত্রনালয়ের ওয়েবসাইটে আছে।


তবে আমার মনে হয়। বিষয়টা অত খারাপ হয়নি। আমাদের বন্ধুরা যারা বিচারকের ভূমিকায় আছেন তারা লিংকটি থেকে অনেক সময়  এমবিএমএল হাতের কাছে না পেলেও ওয়েব সাইট থেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহযোগীতা নিতে পারবেন।

No comments:

Post a Comment