Pages

Thursday, March 9, 2017

আমরা কে কত ভাল আছি?

আমি সকালে উঠে হাটাহাটি করে স্ত্রীর তৈরির নাস্তা খেয়ে অফিসে আসি ছেলে মেয়েরা যার যার মত স্কুলে যাচ্ছে আবার পুনরায় সবাই বিকালে একসাথে হচ্ছি রাতে এক সাথে খাবার খেয়ে টিভি/ ইন্টারনেট যার যার মত দেখে/ব্যবহার করে ঘুমিয়ে পড়ছি। পরের দিনের সাইক্যাল শুরু গ্রামের পরিবেশে আছি নিজের জীবন সমান্তরাল সন্তানদের জীবন উন্নয়নশীলমাঝে মাঝে ফেইসবুক গ্রুপ ইত্যাদি দেখে মনে হয় সবাই এত মৌজ মাস্তিতে আছে আমি বোধ হয় ক্ষেত হয়ে গেলাম সন্তানদেরও ক্ষেত বানিয়ে ফেললাম আমার স্ত্রী ফেইসবুকে যুক্ত হয়ে অন্যদের অনন্য জীবন যাপন দেখে মাঝে মাঝে প্রশ্ন করে এই আমরা কি বাংলাদেশের রিমোট এলাকায় থেকে কি আসলেই ক্ষেত হয়ে যাচ্ছি আমিও তাকে মজা করে বলি ক্ষেত হচ্ছি কিনা জানিনা তবে মনে হয় খারাপ নেই
প্রথমত আল্লাহ বেশ কিছু বছর ধরে আমাদের সন্তানদের সুস্থ রেখেছেন গ্রামে থাকলেও চিকিৎসার জন্য কোন বড় ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে না পরিচ্ছন্ন স্বাস্থ্য সম্মত খাবার পাচ্ছি বেড়াতে গেলে গ্রামের উপকণ্ঠে গড়াই নদী, কুঠিবাড়ী লালনের আখড়াই ভরসা
আমার এই লেখাটির পিছনে আমার স্ত্রীর ছোট্ট একটা আক্ষেপ থেকে আমার এই ভাবনাটির সূত্রপাত একদিন খাবার টেবিলে হঠাত করে বলল, "গ্রামে থাকতে থাকতে মনে হচ্ছে সবাই অনেক উপরে উঠে যাচ্ছে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আমাদের সন্তানরাও পিছিয়ে যাচ্ছে।" আমি তখন বললাম, আগামী একমাস ফেইসবুক ছেড়ে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ধারনা বদল হবে আমার মত চিন্তার স্বচ্ছতায় চলে আসবে
আমার প্রেষণায় ভাল থাকার ভাবনাটি অনেকের সাথে নাও মিলতে পারে:
১ম: পুরো পরিবারসহ সবাই শারীরিক ভাবে সুস্থ থাকা
২য়: পরিবারের প্রতিটি সদস্য ইতিবাচক মানুষিকটা নিয়ে নিজের উন্নতির জন্য ঞ্জান অর্জন করছে বা ভাল মানুষ হিসাবে তৈরি হচ্ছে
৩য়: পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা বিদ্যমান
৪র্থ: পরিবারের সবাই পুষ্টিকর( দামী নয়) খাবার পাচ্ছে
৫ম: পরিবারের কেউ অপকর্মে জড়িত নয়
৬ষ্ঠ: পরিবারের কেউই নেশাগ্রস্থ নয়
৭ম: পরিবারের সবাই চাহিদা অনুযায়ী চিকিৎসা পাচ্ছে
৮ম: পরিবারের সবাই পরিচ্ছন্ন উপযুক্ত কাপড় পড়ছে
৯ম: পরিবারের সবাই মান সম্পন্ন হাইজেনিক পরিবেশে বসবাস করছে
১০ম: মনোমত যাতায়তের/বেড়ানোর জন্য পরিচ্ছন্ন যানবাহন পাচ্ছে
আমি যুক্তি তর্কে উপরের বিষয়গুলি তুলে ধরলাম সে বলেই বসল, “তাহলে মনে হচ্ছে রাজধানী বা ভাল স্থানে বদলী করলে তুমি যাবে না আমি ততোধিক মজা করে বললাম আমি দেশের সরকারের কাছে কসম খেয়েছি যেখানে যাইবার আদেশ করবে সেখানেই যাব তবে তুমি যেখানে আমি যাব সেখানে তোমাকে যেতেই হবে এধরনের কসম খাওনি সে আমার তর্কে অসহায় হয়ে বলেই বসল, আমার মনে হয় তুমি অন্যদের উন্নতি দেখেও তোমার বোধোদয় হয় না

আসলে কে কেমন ভাল আছে এটা আপেক্ষিক বিষয় একটা কৃষক সারাদিন কৃষিকাজ করে পরিশ্রান্ত দেহে পরিবার নিয়ে যখন শান্তিতে নিদ্রা যায় মনে হয় সে ডোনাল্ড ট্রাম থেকেও সুখী আবার এয়ারফোর্স ওয়ান আর ট্রাম্পফোর্স ওয়ান নিয়ে ট্র্যাম্প উড়াল দেয় তখন মনে হয় পৃথিবীর সব সুখ তার পদতলে আবার মক্কার ইমামকে দেখলে মনে হবে সবচেয়ে সার্থক সুখী ব্যক্তি সে তাই বাইরের অন্যদের খোলস দেখে নিজের সুখটা মাপকাঠিতে আনাটা আসলেই বোকামি আমরা আমাদের ফেইসবুক গ্রুপ ইত্যাদিতে ছবি দিয়ে আমাদের কৃতিত্ব ভাল আছি এটা জানাতে চাই আমার জানা মতে কেউ সাধারণত ফেইসবুকে কারো সমস্যা বা নেগেটিভ বিষয় দেয় না এটা আসলেই ভাল ভাল বিষয় সবাইকে অনুপ্রাণিত করে সবাই আরও ভাল থাকার অনুপ্রেরণা পায় সবাই আরও বেড়ানোর আগ্রহ পায় মানুষ অন্যকে অনুসরণ করে আরও ভাল কিছু করে এটা ইতিবাচক অনেক সময় আমাদের মাঝে অনেকে নেতিবাচক চিন্তা করে ফেলে এটাই সমস্যা বলে মনে হয় আমরা মনে করি আমরা বঞ্চিত হচ্ছি জীবনের সুখ থেকে সুখ থেকে মানুষ বঞ্চিত হয়না একদম খারাপ পরিবেশে ইতিবাচক মানুষও সুখ তৈরি করে আমি প্রায়ই চেষ্টা করি আমার চারপাশের মনঃকষ্টের মানুষগুলিকে সমাধান উপদেশ দিয়ে মন ভাল করতে পরিশেষে বলতে হয় সুখের কেন্দ্রবিন্দু হল মন, আর সেই মনটাকে ভাল রাখলেই সুখ পাওয়া যাবে পৃথিবীর সকল মানুষ সুখী হোক এটাই হোক আমাদের সকলের কামনা

No comments:

Post a Comment