Pages

Thursday, March 22, 2018

বাংলাদেশে পিডিএফ বইয়ের প্রচলন


বাংলাদেশে পি‌ডিএফ বা অনলাইন বই কি চলবে। অনেকের মত আমারও ধারনা ছিল, চলবে না।
আমার ধারনা বদল হ‌য়ে‌ছে। প্রথমে সুইডেন প্রবাসী আমার ক্যাডেট কলেজ বন্ধু আমার কাছে আমার বই “স্বনির্বা‌চিত কলাম,১ম খণ্ড”এর ই-বুক ভার্সন চায়। আমি প্রকাশক থেকে সর্বশেষ এডি‌টেড বই‌য়ের সফটক‌পিটা নেই। তারপর ফর্ম‌েটিং এর কিছু ঠিক ঠাক ক‌রে পি‌ডিএফ বইটি ইমেইলে বন্ধু‌কে পাঠাই। বন্ধু জানাল, ফন্ট ঠিক নাই। তারপর ফন্ট ঠিক করার যুদ্ধ কর‌ে সফল হলাম। আবার সৌ‌দি প্রবাসী, চায়না প্রবাসী দুইজন পি‌ডিএফ চাইল। একজন প্রবাসী আবার বাংলাদেশে অবস্থানরত মা‌য়ের মাধ্যমে বিকাশের করে ৬০ টাকা পাঠা‌তে চাইলেন। হার্ডকপি বইয়ের দাম ১০০ টাকা বইয়ের বেসিক খরচ ৪০ টাকা। তাই পিডিএফ এ ৬০ টাকা দিবেন চিন্তা করলেন। একজন যুবক বাংলাদেশে আছে। সে পি‌ডিএফ চাইল। আমি তা‌কে বললাম, তুমি বাংলাদেশে আছ। তুমি বই নি‌তে পার। পি‌ডিএফ নিবে কেন। সে জানাল পি‌ডিএফ পড়‌তে  তার ভাল লাগে। মোবাইলে পড়া যায়। পরে সে বিকাশে পেমেন্ট পাঠাল। বইয়ের দাম ১০০ টাকা বেসিক দাম ৪০ টাকা বাদে দাম ৬০ টাকা হল। বাংলাদেশের প্রকাশকরা ৩০% ডিসকাউন্ট দেয় সেই হিসাবে আরো ৩০ টাকা কম তাহলে পিডিএফ দাম ৩০ টাকা। আরো ৫ টাকা আমার পক্ষ থেকে কম ২৫ টাকা। পৃথিবী ব্যাপী পি‌ডিএফ বই ব্যাপক মার্কেট পাচ্ছে। আমাজন হ‌তে পেমেন্টে পি‌ডিএফ বই ক্রয় করা যাচ্ছে। আবার "প্রিন্ট বুক অন ডিমান্ডে"র মাধ্যমে বই প্রিন্ট করা যাচ্ছ‌ে। পি‌ডিএফ থেকেও হার্ডকপি বই করা যাচ্ছে।
বাংলা বই‌য়ের পি‌ডিএফ ভার্সন পড়াটা শহর ও গ্রামের অনেক ছেলেমেয়ে কাছে জনপ্রিয়তা পাচ্ছ‌ে। কয়েকদিন আগে ছেলেদের বললাম একুশে বই মেলায় তোমরা বই কিনবে কিনা। তারা বলল কিনব। তবে ডিজিটাল ফরমেটই ভাল। ইয়ং জেনারেশন সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি ডিসপ্লের মোবাইলে বই পড়তে পাড়ছে। তাহলে সকল বইয়ের হার্ডকপি থেকে প্রথমেই পি‌ডিএফ ভার্সন করা প্রয়োজন। কারন পিডিএফ থেকে প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যম হার্ড কপি করা যাচ্ছে। বাংলাদেশের পাবলিশাররা তারা বিজয়ে অভস্থ্য। ইউনিকোড অভ্যস্ত নয়। তাই বিজয় থেকে ইউনিকোডে নেয়ার প্রয়োজন হয়। ইউনিকোডে নিকষ ফন্টে কাজটা করা যেতে পারে। নিকষ ফন্টটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অফিশিয়াল ফন্ট। এটা বিজয় সুতনীর মত প্রফেশনাল লুক দেয়। অবশ্য বিজয়ে ইউনিকোড রয়েছে। যদিও প্রেসগুলি বিজয় ব্যতীত অন্যভাবে অভ্যস্ত নয়। এমনকি অনেক প্রেসে ইউনিকোডে ডকুমেন্ট করলে তা বিজয়ে করভার্ট করতে বলে। কারন প্রুফ রিডিংএ তারা বিজয়ে অভ্যস্ত। “সেলফ পাবলিসিং কনসেপ্ট” ও “প্রিন্ট বুক অন ডিমান্ড”এর জন্য বইয়ের পিডিএফ ভার্সন করাটা অতি জরুরী।

আপনার বই আছে। আপনি আপনার বইয়ের সফটকপি বিজয়ে থাকলে তা ইউনিকোডে কনভার্ট করে নিন। পিডিএফ কাউকে আপনি পেমেন্টে দিলে তার ব্যবহার সীমিত করার জন্য পাসওয়ার্ড দিতে পারেন। আপনি নিজেই অফিস ২০১৬ এর মাধ্যমে সেভ এজ পিডিএফ কমান্ড করে পাসওয়ার্ডসহ পিডিএফ ভার্সন করতে পারেন। যখন কেউ পিডিএফ চাইবে আপনি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে পিডিএফ বই দিতে পারেন। পিডিএফ করার সময় ডকুমেন্টে কে পিডিএফ কিনেছে তার ঠিকানা,ফোন নম্বর ও ইমেইল দিয়ে পিডিএফ করে দিতে পারেন। তাতে অবশ্য অনলাইনে আপলোড ও অনধিকার ব্যবহার কম হবে।
কোন বই প্রকাশনার শুরুতে পিডিএফ করলে প্রিন্ট অন ডিমান্ডের প্রক্রিয়ায় যখন যত কপি তা করা যাবে। বাংলাদেশের প্রকাশকরা আমাজন, ক্রিয়েটস্পেস, লুলু ইত্যাদির আদলে বইয়ের অনলাইন প্রকাশনা করতে পারেন আর আমার মত সেলফ পাবলিশ লেখকরা গ্রাহকদের ইমেইল বা অন্য কোনভাবে পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট পিডিএফ ফাইল পাঠতে পারেন।
পিডিএফ পাবলিকেশন এখন সময়ের চাহিদা। এটা না হলে প্রবাসী বাংলাদেশীরা পিডিএফ ভার্সন চাইত না আর আমকেও পিডিএফ ভার্সন বানাতে হত না। দেশেও চাহিদা হচ্ছে। তবে অনেকে ধারনা করছেন পিডিএফ ভার্সন হার্ডকপি বিক্রি কমিয়ে দিবে। তবে হার্ডকপি বিক্রি বেশী কমবে না। অল্প কমবে। অনেক পাঠক পিডিএফ অপেক্ষা হার্ডকপি বেশী পছন্দ করেন।

No comments:

Post a Comment