যে কোন লেখক প্রকাশক চায় তার বইটি
শুদ্ধ ভাবে পাঠকের কাছে যাক। বানান ভুল তো মোটেই গ্রহণযোগ্য নয়। বইয়ে বানান ভুলটাই
বেশী হয়। যে কোন প্রেসে দুই ধরনের প্রুফ রিডিং প্রকাশকরা করে থাকেন। একটা হল
কম্পিউটারে কম্পোজ করার পর। আর একটি সময় হল প্লেট তৈরি করার আগে ট্রেস করার পর।
উদীয়মান লেখক ফোরামে এডিটিং ও প্রুফ রিডিং এর কাজটাই হয় ইমেইল আদান প্রদানের
মাধ্যমে। হার্ডকপির উপর নয়। ভলান্টিয়ার দিয়ে করানো হয়। ভলান্টিয়ার দিয়ে করানোর
সবচেয়ে ভয়াবহ সমস্যা হল প্রুফ রিডাররা এডিটিং বা প্রুফ রিড করতে দেরী করে ফেলে।
যেহেতু তারা ভলান্টিয়ার সেহেতু তেমন তাগাদাও দেয়া যায় না। ভলান্টিয়ারদের মাধ্যমে
প্রুফ রিড করতে ফোরাম একটি ব্যবস্থা চালু রেখেছে। তা তুলে ধরছি:
১। পাঠকের কাছ থেকে পাণ্ডুলিপি
পাওয়ার পর বই আকারে কম্পোজ করে ফেলা হয়। পৃষ্ঠা ফর্মা অনুযায়ী মিলছে কিনা তা যাচাই
বাছাই করা। ফর্মা না মিললে লেখকের সাথে আলোচনা ও লেখককে আরো লেখা দিয়ে পূরা করা বা
কোন লেখা ফর্মা মিলাতে কমিয়ে ফেলা। এই পর্ব শেষ করে লেখককে বইটা কেমন কম্পোজ হবে
তার একটা আইডিয়া দেয়া হয়।
২। বইয়ের কম্পোজ ও ফর্মা মিলানোর
পর বইটির প্রথম এডিটিং শুরু করা হয় কম্পিউটার স্পেল চেকের মাধ্যমে। পুরো বইয়ে
কম্পিউটারের মাধ্যমে দুইবার স্পেল চেক চালানো হয়। তারপর কোন বানান স্পেল চেকারে
ঠিক ভাবে ধরা না গেলে তখন তা ব্রাউজারের সার্চে দিয়ে দেখা হয়। এভাবে প্রায় ৯০% কারেকশনই হয়ে যায়।
৩। কম্পিউটার স্পেল চেক করার পর
ফোরামের মোডারেটর বা সম্পাদকদের দ্বারা পুরো লেখাটা লাইন বাই লাইন পড়ানো হয়। তখন
কম্পিউটারে যা ধরতে পারেনি, সেইরূপ সব ধরনের ভুল
সংশোধন করা হয়। এই সময় পুরো লেখার মানটা নিয়ে লেখকের সাথে এডিটররা কথা বলেন।
লেখকের আলোচনার পর এডিটর প্রয়োজনীয় পরিবর্তন করেন। অথবা লেখককে পরিবর্তন ও
সংশোধনের জন্য পাঠান। মডারেটর প্রয়োজন মনে করলে আরো এডিটর বা প্রুফ রিডার নিয়োগ
করবেন।
৪। মোডারেটর তার ফোরামের মাধ্যমে
লেখককে প্রাথমিক প্রচ্ছদের ড্রাফট উপস্থাপন করে। লেখক ড্রাফট দেখে মতামত দেয়।
লেখকের মতামতের উপর প্রচ্ছদের পরিবর্তন করে পুনরায় লেখককে দেয়া হয়।
৫। এই পর্যায়ে ফোরামের কাজ শেষ।
এখন বইটির একটি বা দুইটি ডেমো বই ডিজিটাল প্রিন্ট করা হবে। পুনরায় বইটি বিস্তারিত
পরীক্ষা নিরীক্ষা কিছু পাঠক ও লেখক কর্তৃক করানো হবে। ভুল ভ্রান্তি গুলি বিস্তারিত
বের করে পুনরায় সংশোধিত ভার্সন প্রিন্ট অন ডিমান্ড (পিওডি) মাধ্যমে লেখকের চাহিদা
অনুযায়ী কপি লেখককে ডিজিটাল প্রিন্ট ভার্সন দেয়া হবে।
৬। পিওডি ভার্সন বা বেটা ভার্সন বই
লেখক পাওয়ার পর আমরা লেখককে বলি, একটা বই আপনার কাছে
রাখুন। বাকী বই আপনার পরিচিত যারা বোদ্ধা তাদেরকে পড়তে দেন। এখন আপনার কাছে যে
বইটি আছে সেই বইয়ে তাদের কাছ থেকে বইয়ের উপর তাদের মতামত, অবজারভেশন ও অন্যান্য সংশোধনী গ্রহণ করুন। এখন সংশোধনী মার্ক করা বই ফোরামের
মোডারেটের কাছে পাঠাতে পারেন বা নিজে সফট কপিতে সংশোধন করে দিতে পারেন।
৭। এই সময় লেখক চাইলে আরো অধিক
পরিমাণ এডিটরকে দিয়ে চেক করাতে পারেন। প্রেসে যাওয়ার আগ পর্যন্ত লেখক যত খুশী
পরিবর্তন ও এডিট করে নিয়ে বইয়ের মান উন্নয়ন করতে পারবেন। বইয়ের প্রচ্ছদও পরিবর্তন
করে নিতে পারবেন। লেখক তার ট্র্যাডিশনাল প্রকাশক খুঁজবেন। যদি ট্র্যাডিশনাল
প্রকাশক টাকা চান সেক্ষেত্রে সেলফ পাবলিক করার জন্য “উদীয়মান লেখক ফোরাম” আসবেন।
৮। উদীয়মান ফোরাম কর্তৃক বই প্রেসে
নেয়ার আগে গেলে কপিরাইট সম্বলিত করার জন্য আইএসবিএন নম্বর নিতে হবে। আইএসবিএন
বইটির লিমিটেড কপি রাইট প্রটেকশন দেয়। আইএসবিএন নম্বর দিয়ে সার্চ দিলে বইটি ওয়েবে
সাধারণত দেখা যাওয়ার কথা।
উদীয়মান লেখক ফোরাম এডিটিং করার
জন্য সাধারণ গাইড লাইন তুলে ধরা হল। লেখক উদীয়মান ফোরামের কাছ থেকে যে কোন সময় তার
বই ফেরত নিতে পারবে ও তার পছন্দের প্রকাশককে দিবে। আমরা শুধু প্রকাশক টাকা চাইলে
উদীয়মান লেখক ফোরামের কাছে আসতে বলি। আমাদের উদীয়মান ফোরামের একটাই উদ্দেশ্য লেখক
যেন বিনা পয়সায় বই ছাপাতে পারে। লেখকের লেখা অনেক অনেক বেশী এডিটিং করে উদীয়মান
লেখক ফোরাম প্রেসে পাঠাবে। সম্পূর্ণ এডিটিং ও প্রুফ রিডিং না হওয়া পর্যন্ত প্রেসে
দেয়া হবে না। প্রি-প্রেসিং বা প্রেসে যাওয়ার পূর্ব পর্যন্ত লেখক যে কোন সময় যে কোন
প্রকাশকের কাছে যেতে পারে। উদীয়মান লেখক
ফোরাম লেখককে সেলফ পাবলিশিং করায় সহায়তা করে বিধায় উদীয়মান লেখক ফোরাম লেখকের সাথে
কোন চুক্তি করে না। লেখক তার বই পাবলিশিং সংক্রান্ত সমস্ত কার্যক্রমের সহায়তা
উদীয়মান ফোরাম ভলান্টারি সংস্থা হিসাবে কম্পোজ, এডিটিং ও প্রুফ
রিডিং এর সহায়তা দিবে। তবে কিছু হার্ডকপি ডিজিটাল ভার্সন প্রিন্ট করার প্রয়োজন হলে
“উদীয়মান লেখক ফোরাম” দানকৃত অর্থ থেকে বহন করবে। লেখক প্রেস ভার্সন প্রকাশ করার
পর যদি কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হন তবে ফোরামকে দান বা ডোনেশন দিবে। এছাড়া
সমাজসেবী মানুষদের কাছ থেকে ডোনেশন সংগ্রহ করে উদীয়মান লেখক ফোরামের কার্যক্রম
পরিচালনা করা হবে।
পরিশেষে সামাজিক ব্যবসা হিসাবে
উদীয়মান লেখক ফোরাম সমাজের বিপুল সংখ্যক লেখকদের সেবা দিতে সক্ষম হবে বলে আশা
করছে।
No comments:
Post a Comment