একটা মানুষের উন্নতির পিলারটি যদি
ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যায় তবে তা অনেক শক্তিশালী হয়। গায়ক ও শিল্পীরা যারা
নিয়মিত গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চর্চা করেন তারা মনে করেন বড় একটা পরিসরে উঠে
গেলে হয়ত রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন। তেমনি লেখক ও কবিরা মনে করেন তিনি বোধ হয়
বড় শহর বা রাজধানীতে আসলে রাতারাতি খ্যাতি অর্জন করবেন। গ্রাম গঞ্জ থেকে উঠে এসে
রাতারাতি অনেকে বিখ্যাত হয়েছেন পরিসংখ্যানটা আমার জানা নাই। তবে ধাপে ধাপে এগিয়ে
যাওয়ার ফর্মুলাটা আমার কাছে অনেক বেশী টেকসই মনে হয়।
একজন গায়ক তার নিজ পরিসরে ধীরে ধীরে
অনুশীলন করতে থাকবে। তারপর ইউনিয়ন হতে উপজেলা। উপজেলা হতে জেলা। অতঃপর বিভাগীয়
ও দেশ পর্যায়ে এগিয়ে যেতে থাকবে, সেটাই স্বাভাবিক ধারা।
অনেক লেখকের কাছে শুনি, আমি যদি ঢাকা থাকতে পারতাম; তবে আমার বই অতি দ্রুত
বিক্রি হত। আমি অতি দ্রুত নাম করা লেখক হতে পারতাম। এটা হয়তবা ইমোশনাল চিন্তা।
বাস্তবতা অন্য রকম। বড় শহর নবাগতদের জন্য অথৈ সাগরের মত। কূলের সন্ধান মিলে না ও
গভীরতার সন্ধান মিলে না। তখন খড়কুটা যা পায় তাই সেই নবাগতরা আঁকড়ে ধরতে চায়। সেই খড়কুটা হল রাজধানী বা বড় শহরের বিদ্যমান দালাল
বা প্রতারকরা। তারা উৎ পেতে থাকে ছোট শহর থেকে উঠে আসা গায়ক, শিল্পী, কবি ও লেখকদের সাথে কিভাবে বাণিজ্য করা
যায়। গায়ক বা শিল্পী হতে গিয়ে অনেক ছেলে মেয়ে ভণ্ড বা প্রতারকদের পাল্লায় পড়ে
সর্বস্বান্ত হয়েছে। তার পরিসংখ্যান বিপুল ও বিশাল।
লেখকরা ঢাকার প্রকাশনীর যত নাম তত
দাম দিয়ে টাকা খরচ করে। আশা বিখ্যাত হবে। আশার গুড়েবালি। প্রকাশক ছাপানোর
পুরো টাকা সহ লাভটা তুলে নিয়ে নবাগত লেখককে কিছু বই হাতে ধরিয়ে দেয়। লেখক আশায়
থাকে তার বই বেস্ট সেলার হবে। সে বিখ্যাত হবে। সেই শুভ দিনটি আসে না। ধার কর্জ করে প্রকাশককে
দেয়া টাকা আর ফেরত আসে না। বইও প্রচারিত বা পরিবেশিত হয় না।
তাই ধাপে ধাপে কবি, লেখক,
গায়ক ও শিল্পীদের অনুশীলন করে ধীরে ধীরে উঠে আসতে হবে।
ধীরে ধীরে অনুশীলন করে দৃঢ়তার সাথে এগিয়ে আসলে সফলতা পাওয়া যাবে। হঠাৎ উঠে আসা
এক দুইজন লেখক অনুসরণীয় হতে পারে না। একজন
কবি বা লেখক তার পরিচিত মহলে যদি একশত বই বিক্রি করতে না পারেন, তবে তিনি কিভাবে আশা
করেন;
বিরাট পরিসরে তার বই বেস্ট সেলার হবে। তার প্রথম বইটি
রাজধানী নয় বরং উপজেলাতে প্রকাশিত হতে পারে। সেখানে ৫০০ কপি বিক্রি হয়ে যাবে।
একটু প্রচেষ্টায় প্রয়োজন হবে। তারপর জেলায় প্রচেস্টা চালাতে হবে। এভাবে শুরুটা
ছোট থেকে শুরু করে বড় পরিসরে আগাতে হবে। তাই সমস্ত উন্নয়ন শুরু করতে হবে ঘর
থেকে,
ধীরে ধীরে ও দৃঢ়তার সাথে। লক্ষ্য অটুট রাখতে হবে, বিশ্বাস অটুট থাকতে হবে। তবেই ছোট পর্যায় থেকে প্রতারকদের এড়িয়ে সফল হতে হতে
উপরে উঠা সহজ হবে।
প্রতিটি লেখক, শিল্পী ও কবির অবলম্বন বা আগ্রহ হওয়া প্রয়োজন অনুশীলন বা চর্চা। শিল্পীরা
তাদের চর্চা উন্নত করতে হবে ও নিয়মিত করে যেতে হবে। এটা অত্যন্ত প্রয়োজন। তার
প্রতিভার বিকাশ নিজের এলাকার আনাচে কানাচে পৌছে দিতে হবে। তারপর যেতে হবে বড়
পরিসরে। সব শিল্পী, লেখক কবি ও সাহিত্যিক সবারই একই কথা যদি রাজধানীতে যেতে পারতাম, তবে অনেক বড় হতে পারতাম। এটা সত্য রাজধানীর অনেক নবাগতই এক লাফে বিখ্যাত হয়েছে।
সংখ্যাটা হাতে গোনা। তাই সবার এক লাফে বিখ্যাত হওয়া বাতুলতা মাত্র। বিখ্যাত হওয়াটা
কোন সহজ ধান্ধা নয়। শিল্প ও সাহিত্যকে ভালবাসার কারণে যারা অনুশীলনরত থাকবে
তারাই ধীরে ধীরে টেকসই উন্নয়নের পথে আগাবে। তাদের উত্তোরণ ক্ষণস্থায়ী ও ভঙ্গুর
হবে না।
No comments:
Post a Comment