Pages

Thursday, March 8, 2018

উদীয়মান লেখকদের লেখনী উন্নয়ন ও প্রচারণায় জন্য উদীয়মান লেখক ফোরাম


যারা উদীয়মান লেখক তারা দিন রাত কবিতার পংক্তি চিন্তা করে। কবিতা লেখে। গল্প লেখে। কখনোও কখনো উপন্যাস লেখারও চেষ্টা করে থাকে। তাদের সবার স্বপ্ন থাকে বই প্রকাশ করা। জাতীয় পর্যায়ে যাওয়া। সবাই যেন জানতে পারে। সবাই যেন লেখক হিসাবে তাকে চিনে। সবাই হয়ত এক ভাবে আগাতে পারে না। কেউ দ্রুত ভাল সাহিত্যিক হয়ে যায়। কেউ হয়ত ধীরে ধীরে আগায়। কেউ হয়তবা কিছু লেখা লেখি করে অন্য প্রফেশনে চলে যায়।
সবাই তাদের কাজের প্রতিফলন হিসাবে বই ছাপাতে চায়। এজন্য তারা বিভিন্ন লেখকের কাছে যায়। যারা বই প্রকাশ করেছে। তাদের পরামর্শ নেয়। বর্তমানে পৃথিবীর অনেক পত্রিকা পিডিএফ ফরমেটে বাজারে পাওয়া যায়। পিডিএফ ভার্শন অনলাইনে ক্রয় করা যায়। এখন অনেক পাঠক আছেন তারা কেবল মোবাইল বা ট্যাবে বই পড়েন। এই ধরনের পাঠকের জন্য পিডিএফ ভার্সনে বই রাখতে হবে। বরং তারা হার্ড কপি বই সাথে বহন বিরক্ত মনে করে। তথাপিও হার্ড কপি বই এখনও আমাদের বাংলাদেশের লেখকদের স্বপ্ন। হয়ত আরও দশ বছর আমরা হার্ড কপি বই পছন্দ করব। তারপর আমরাও আমেরিকান বা ইউরোপিয়ানদের মত ধীরে ধীরে ডিজিটাল ফরমেটে চলে যাব।
যতদিনে আমরা ডিজিটাল ফরমেটে না যাচ্ছি আমাদের বই প্রকাশ চলতে থাকবে। বই প্রকাশনা করতে একজন প্রকাশকের বেশ মূলধনের প্রয়োজন হয়। সকল প্রকাশক আবার ব্যবসা সফল না। বেশীর ভাগ প্রকাশকই তাদের পুঁজি ও ব্যবসা ঠিক রাখতে নোট, গাইড ও এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বই প্রকাশনা করে বেচে থাকে। এভাবে বাংলাদেশ হাজার হাজার প্রকাশক নিজেদের লাইভ সাপোর্ট নিয়ে বেচে আছে। যে সব প্রকাশক লাইভ সাপোর্ট নিয়ে বেচে থাকে তারা আবার নতুন লেখককে কিভাবে সাপোর্ট দিবে। তাদের কাছে কোন পাণ্ডুলিপি নিয়ে গেলে সাধারণত দেখা যায় পাণ্ডুলিপিটি পড়ে ছাপানোর উপযোগী কিনা সেটা বিচার করার কোন ব্যবস্থা নেই। তারা যেটা করে এডিটিং এর নাম করিয়ে লেখক থেকে পয়সা নিয়ে কিছু পেশাদার লোকদের দিয়ে লেখাটি চেক করিয়ে নেয়। পেশাদার এডিটর লেখাটি দেখে প্রকাশককে এক ধরনের মূল্যায়ন দেয় তা মূলত: ব্যবসায়িক মূল্যায়ন। বইটি বাজারে কেমন চলতে পারে। বই টি কতটুকু চলতে পারে। এই হিসাবের উপর নির্ভর করে তারা নতুন লেখকদের সাধারণত পুরোটাই পেমেন্ট করিয়ে ছাড়ে। ইউরোপ আমেরিকার মত আমাদের দেশে কোন প্রকাশনা অনলাইন ভার্সন রিলিজ করে বলে আমার জানা নাই। এই অনলাইন ভার্সনের সাথে আবার অডিও বই রিলিজ করা হয়। এভাবে প্রসারটা হয়।
প্রতিটি ধাপে পয়সা খরচ হয়। প্রকাশকরা নতুন লেখকদের জন্য কোন রিস্ক নেন না। ব্যবসা অসফল বা সফল হওয়ার দায়িত্বটা ছেড়ে দেয় লেখকের কাছে। লেখক নিজের পকেটের টাকা খরচ করে খায়েশ মিটায়। এতে কেউ সফল হয়। কেউ হয় না।
সকল উদীয়মান লেখকরা জীবনের প্রতিষ্ঠার শুরুতে কি সেই সব প্রকাশক ব্যতীত কোন ফোরাম করতে পারে। সেই ফোরামে উদীয়মান  লেখকরা যোগ দিবে। তারা সমস্ত জেলা/উপজেলায় ছড়িয়ে থাকবে। তারা তাদের অবস্থান থেকে তাদের লেখা শেয়ার করতে থাকবে। তাদের কার্যক্রম হবে ভার্চুয়াল অফিস ও ভার্চুয়াল লাইব্রেরীর মাধ্যমে। তারা তাদের লেখাগুলো ফোরামের ব্লগের মাধ্যমে শেয়ার করবে। সেখানে তাদের লেখাগুলো লেখক ফোরামের লেখকরা পড়বে। তারা একটা মতামত দিবে। উন্নয়নের জন্য দিক নির্দেশনা দিবে। ফোরামের কোন সদস্য ভলান্টারী কোন লেখা এডিটিং করে দিবে।  এডিটিং এর পর তা আবার উদীয়মান লেখকের কাছে যাবে। লেখক গ্রহণযোগ্য এডিটিং নিয়ে তার বই চূড়ান্তভাবে পিডিএফ ভার্সন করবে। স্থানীয় কম্পোজারের সহায়তায় সে কম্পোজ করবে বা ফোরামের কারো ভালান্টারী সহায়তা বা পেমেন্টে কাজটা করবে। পিডিএফ ভার্সন ডাউন লোডের জন্য ওয়েব সাইটে থাকবে। সকল ফোরাম মেম্বার বা অন্য পাঠকরা সেই ওয়েব সাইট হতে পেমেন্টে পিডিএফ ফাইল ডাইন লোড করবে। কোন কোন ফেরাম মেম্বার ডাউন লোড করবে তার তালিকা প্রদর্শিত থাকবে। লেখক পেমেন্টে ডাউন লোড করার পর টাকাটা তার একাউন্টে জমা হবে প্রাথমিক পুঁজি হিসাবে।
এই পুঁজি দিয়ে লেখকের হার্ড কপির ভার্সন মেলার জন্য বা পাঠক চাহিদার উপর প্রিন্ট করে দেয়া হবে।

এটায় সমাজের বিত্তবান থেকে ডোনেশন গ্রহণ করার ব্যবস্থা  থাকবে। এমনকি ভাল বইগুলির জন্য ডোনারের বিঞ্জপ্তি দেয়া হবে। ফোরামের লেখকদের তাদের এলাকা বা উপজেলা হতে পাঠক লিপিবদ্ধ করার দায়িত্ব থাকবে।
এই ধরনের ভার্চুয়াল অফিস কোন স্থাপনা ছাড়া অনলাইনে মেনটেইন করা যায়। এতে পুরো প্রক্রিয়ায় তেমন কোন খরচ পড়বে না। এভাবে দ্রুত একজন নব্য লেখককে প্রফেশনাল লেখক তৈরি করে দেয়া যাবে। লেখক একটা শিক্ষামূলক প্রক্রিয়ার মধ্যে থাকবে। সে ক্রমান্বয়ে লেখনীর উন্নয়ন করতে পারবে। লেখার উন্নয়নে দিক নির্দেশনা পাবে সবার সহযোগিতা পাবে। এই ফোরাম ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালী সারা দেশের সমস্ত উপজেলায় ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে কানেকটেড থাকবে। এই ফোরামের মূল লক্ষ হল একটা নব্য লেখকের টাকা খরচ না করিয়ে তার বই প্রকাশনায় সহযোগিতা করা। নব্য লেখকদের নিজের টাকায় বই প্রকাশের মত হয়রানীমূলক অবস্থা থেকে পরিত্রাণ করা।

1 comment:

  1. Virtual can't be ever actual, soft can't replace with hard copy. All of us having less knowledge on America n Europe.

    ReplyDelete